বর্ধমান : অবাক সকলেই। অবাক অভিজ্ঞ দমকল কর্মীরাও। এ যেন হিট হিন্দি ফ্লিমের সুপার হিরো। ভিড়ের মাঝে হঠাৎ আবির্ভাব। দমকল কর্মীদের নির্দেশ দিলেন। নিজে জলের পাইপ নিয়ে আগুনের লেলিহান শিখার কাছে পৌঁছে গেলেন চোখের পলকে। তরতরিয়ে উঠলেন স্পাইডারম্যানের মতোই। সবাই বলছেন রিল নয়, এক্কেবারে রিয়েল হিরো।
তিনি সেখ নুরুন্নবি। বাড়ি কলকাতায়। এদিনই প্রথম কর্মসূত্রে এসেছিলেন বর্ধমানে। এ শহরে পা দিয়েই হিরো হয়ে গেলেন এই যুবক। এলাকায় সকলের মুখে মুখে ফিরছে তাঁর কথা।
মঙ্গলবার বর্ধমানের ভাঙাকুটি এলাকায় জি টি রোডের ধারে একটি বিল্ডিংয়ে ভয়াবহ আগুন লাগে। তিনতলা এই বিল্ডিংয়ের দোতলায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও তিন তলায় একটি বেসরকারি ব্যাংকের শাখা। এয়ার কন্ডিশান মেশিনে বিস্ফোরণ হয়েই এই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। পাশেই দমকল কেন্দ্র। তাই দমকল আসতে দেরি হয়নি। কিন্তু জীবন বাজি রেখে নেতৃত্বের রাশ নিজের হাতে তুলে নিয়ে হিরো হয়ে গেলেন নুরুন্নবি।
আরও পড়ুন : নানা রঙের তরমুজে আনারস ও স্ট্রবেরির স্বাদ! কোথায় ফলছে এমন আজব ফল?
তাঁর কথায়, ‘‘আমি তখন তিন তলায়। ব্যাংকের শাখায়। তখন সেখানে আরও কুড়ি পঁচিশ জন রয়েছে। আমি মেন সুইচ অফ করে সবাইকে নীচে নামতে বলি। তত ক্ষণে দমকল এসে গিয়েছিল। কিন্তু দেখি দমকলকর্মীরা ধোঁয়া দেখে দরজায় জল দিচ্ছে। বুঝতে পারি, এভাবে আগুন নেভানো যাবে না। তখনই ওয়াটার গান চেয়ে নিয়ে আমি ওপরে উঠে পড়ি। জানালা দিয়ে ফায়ার শুরু করি। তাতেই আগুন নিয়ন্ত্রণে আসে।’’
আরও পড়ুন : গোখরোর ডিম একসঙ্গে ১৭ টি! তা’ দেওয়ার সঙ্গে চলছে পিঁপড়ে সংগ্রহ
পরিবার পরিজনদের কথা মাথায় আসেনি? নুরুন্নবি বললেন, ‘‘তখন ভেতরেও তো অনেকে আটকে থাকতে পারতেন। আমি এভাবেই কাজ করি। বাঁচা মরার মালিক তো ওপরওয়ালা।’’
আরও পড়ুন : বৃষ্টিভেজা দিনে খিচুড়ি খেলেন? জেনে নিন শরীরে উপকার না অপকার করলেন
নুরুন্নবির অদম্য সাহস, তৎপরতাকে কুর্নিশ জানাতে ভোলেননি দমকলের কর্মী আধিকারিকরাও। করমর্দন করলেন অনেকেই। আওয়াজ উঠলো ‘হিরো হিরো’।
স্হানীয় যুবকরাও হাত লাগিয়েছিলেন আগুন নেভানোর কাজে। তাঁরা বললেন, ‘‘সিনেমায় অনেকবার দেখেছি। এবার সামনা সামনি হিরো দেখলাম। শাহরুখ খানের মতো হঠাৎই যেন মাটি ফুঁড়ে সামনে এলেন। এরপর জলের পাইপ নিয়ে ওপরে উঠে যেভাবে ও আগুন নেভালেন, তা কোনও দিন ভোলার নয়।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Burdwan