• Home
  • »
  • News
  • »
  • south-bengal
  • »
  • মারাদোনা এক আবেগের নাম, ফুটবলের মুকুটহীন সম্রাটকে শ্রদ্ধা জানাল বর্ধমান

মারাদোনা এক আবেগের নাম, ফুটবলের মুকুটহীন সম্রাটকে শ্রদ্ধা জানাল বর্ধমান

নিজেদের মতো করে ফুটবলের বরপুত্রকে শ্রদ্ধা জানালেন বর্ধমানের ক্রীড়াপ্রেমীরা

নিজেদের মতো করে ফুটবলের বরপুত্রকে শ্রদ্ধা জানালেন বর্ধমানের ক্রীড়াপ্রেমীরা

নিজেদের মতো করে ফুটবলের বরপুত্রকে শ্রদ্ধা জানালেন বর্ধমানের ক্রীড়াপ্রেমীরা

  • Share this:

#বর্ধমান: নিজেদের মতো করে ফুটবলের বরপুত্রকে শ্রদ্ধা জানালেন বর্ধমানের ক্রীড়াপ্রেমীরা। বর্ধমানের কার্জন গেটে মোমবাতি জ্বালিয়ে দিয়েগো মারাদোনাকে স্মরণ করলেন তাঁরা। উপস্থিত ছিলেন জেলার প্রাক্তন থেকে বর্তমান সব ফুটবলাররাও। কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিশ্ব। দিনভর সোশ্যাল মিডিয়ায় তাঁর পায়ের জাদু নিয়ে নানান পোস্ট। ঘুরে ফিরে এসেছে ফুটবলের মুকুটহীন সম্রাটের একক প্রচেষ্টার সব দুর্দান্ত গোল। দিনভর সেইসব সোনালী মুহুর্তের স্মৃতিচারণায় মশগুল থেকেছে বর্ধমান।

বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেটে জমায়েত হন প্রাক্তন ও বর্তমান সময়ের ফুটবলাররা। ছিলেন ফুটবলপ্রেমী স্থানীয়রাও। নীল সাদা জার্সি পরা আর্জেন্টিনার দশ নম্বর জার্সিধারীর ছবি হৃদয়ের মনিকোঠায় সোনালী ফ্রেমে বাঁধিয়ে রেখেছেন অনেকেই। বল পায়ে তাঁর দৌড় এখনও স্মৃতিতে টাটকা চল্লিশের কোঠায় বা তার বেশি বয়সের অনেকেরই। সেই ছবিতে মালা দিয়ে সামনে ফুটবল রেখে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানালেন তাঁরা। চলল পুষ্পার্ঘ্য নিবেদন। থমকে গেলেন পথ চলতি বাসিন্দারাও, এগিয়ে এসে মোমবাতি জ্বালিয়ে পাশে দাঁড়ালেন কিছুক্ষণ।

মধ্য চল্লিশের ক্রীড়াপ্রেমীরা বলছিলেন, '' ফুটবলের প্রতি ভালোবাসা মারাদোনাকে দেখেই। আর্জেন্টিনা দেশটা কোথায় জানি না। তবুও আমরা আজও আর্জেন্টিনার সমর্থক শুধু মাত্র মারাদোনার জন্যই। আর্জেন্টিনা বলতে আমরা শুধু ফুটবলের দেশ ও মারাদোনাকেই বুঝি। আজও বিশ্বকাপ ফুটবল দেখতে বসলে মারাদোনার সেই দৌড় চোখের সামনে ভেসে ওঠে।''   অনেক দিন খেলা ছেড়েছেন। তবু বাঙালি আজও পেলে আর মারাদোনায় বিভক্ত। অবসরের পরও প্রশিক্ষক হিসেবে,  ফুটবলের সংগঠক হিসেবে যুক্ত থেকেছেন। এখনও আর্জেন্টিনার খেলা থাকলে টিভির পর্দায় চোখ থাকতো বোকা জুনিয়ার্সের সেই কিংবদন্তির এক ঝলক দেখা মিলবে এই আশায়। সেই দেখা আর মিলবে না। তবে যতদিন ফুটবল থাকবে ততদিন ফুটবলপ্রেমীদের হৃদয়ে বেঁচে থাকবেন দিয়েগো। মারাদোনা শুধু এক অবাক করা ফুটবলার নন, দশকের পর দশক ধরে মারাদোনা এক আবেগের নাম।

SARADINDU GHOSH

Published by:Rukmini Mazumder
First published: