#বজবজ: তোলাবাজি ঘিরে রণক্ষেত্রের চেহারা ধারণ করল বজবজ ৷ তোলা নিয়ে প্রথম বচসা ৷ তারপর মারধর এবং ইটবৃষ্টি ৷ অভিযোগ, ঘটনাস্থল থেকে প্রায় পালিয়েই যায় পুলিশ ৷ বজবজ ১ পঞ্চায়েতের ঘটনা ৷
আইওসিএল গ্যাসের গুদাম থেকে তোলা না পেয়ে তিন জন গাড়িচালককে মারধরের পাশাপাশি গ্যাসের গাড়ি ভাঙচুরেরও অভিযোগও পাওয়া গিয়েছে ৷ ঘটনায় এক জন চালকের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে ৷ প্রতিবাদে এদিন বজবজ রোড অবরোধ করেন স্থানীয়রা ৷
গ্যাসের গাড়ি ভাঙচুরের পাশাপাশি এদিন তৃণমূল কার্যালয়েও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ৷ ঘটনার পর এলাকায় স্বভাবতই উত্তেজনা ছড়িয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Budge Budge, বজবজে তোলাবাজি