#করিমপুর: আন্তর্জাতিক সীমান্তে ৪৯ লক্ষ টাকা মূল্যের ৮টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করল বিএসএফ-এর দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের ৮৬ ব্যাটালিয়নের সীমা চৌকি খরকা বাহাদুরের জওয়ানরা। পাচারকারীরা এই সোনার বিস্কুট বাংলাদেশ থেকে ভারতে আনার চেষ্টা করছিল।
শুক্রবার সকাল সাড়ে আট'টা নাগাদ ৮৬ ব্যাটালিয়নের সীমা চৌকি খরকা বাহাদুরের জওয়ানরা তথ্য পায় যে কিছু পাচারকারী বাংলাদেশ থেকে ভারতে পাচার চালানোর চেষ্টা করছে। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই খরকা বাহাদুর সীমান্তে মোতায়েন জওয়ানরা তাদের দায়িত্বের এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে। এই সময় কাঁটাতারের ওপারে কিছু লোকের গতিবিধি চোখে পড়ে। দেখা যায়, তারকাঁটার ওপার থেকে একটা বান্ডিল ছুড়ে চলে যাচ্ছে পাচারকারী, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তাদের ধাওয়া করলেও ঘন ঝোপঝাড়ের সুবিধা নিয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
আরও পড়ুন: বিয়ার বিক্রিতে সর্বকালীন রেকর্ড! রাজ্যে দিনে কত লক্ষ কেস বিক্রি হচ্ছে জানেন? চমকে উঠবেন...
এলাকায় তল্লাশির পরে ৮ টি সোনার বিস্কুটের একটি বান্ডিল উদ্ধার হয়। ভারতীয় বাজারে এই বিস্কুট গুলোর আনুমানিক মূল্য ৪৯,১৭,৩৫৫ টাকা।বাজেয়াপ্ত সোনার বিস্কুট নদিয়ার করিমপুরের কাস্টম অফিসে হস্তান্তর করা হয়েছে।
Samir Rudra
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime News, Smuggling