Home /News /south-bengal /

বোনের বিবাহ বহির্ভূত সম্পর্ক, 'সম্মানরক্ষা'য় বোনকে গুলি করল দাদা

বোনের বিবাহ বহির্ভূত সম্পর্ক, 'সম্মানরক্ষা'য় বোনকে গুলি করল দাদা

Representational Image

Representational Image

বোনের বিবাহ বহির্ভূত সম্পর্ক। প্রেমিকের সঙ্গে ঘরছাড়া। দেড় মাস পর বাড়ি ফিরতেই বোনকে গুলি করল দাদা। আশঙ্কাজনক অবস্থায় অবস্থায় হাসপাতালে ভ৪তি আহত। হাওড়ার পিলখানার ঘটনায় চাঞ্চল্য।

 • Share this:

  #হাওড়া: বোনের বিবাহ বহির্ভূত সম্পর্ক। প্রেমিকের সঙ্গে ঘরছাড়া। দেড় মাস পর বাড়ি ফিরতেই বোনকে গুলি করল দাদা। আশঙ্কাজনক অবস্থায় অবস্থায় হাসপাতালে ভ৪তি আহত। হাওড়ার পিলখানার ঘটনায় চাঞ্চল্য।

  আরও পড়ুন: স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাহলে এটা অবশ্যই জেনে রাখুন...

  বোনের বিবাহ বহির্ভূত সম্পর্ক। প্রেমিকের সঙ্গে সংসার ছেড়ে পালিয়ে যাওয়া। এসব মানতে পারেনি দাদারা। তাই বোন বাড়ি ফিরতেই উচিত শিক্ষা দেওয়ার বন্দোবস্ত। দেড় মাস পর বুধবার বাড়ি ফেরেন হাওড়ার গোলাবাড়ি থানার পিলখানার বাসিন্দা নূরজাহান।

  আরও পড়ুন: ব্যাঙ্কিং সেক্টরে বিপুল নিয়োগ, জারি বিজ্ঞপ্তি - শুরু হয় দুই দাদা সেলিম ও ইমতিয়াজের সঙ্গে বাদানুবাদ - তাতে যোগ দেন নূরজাহানের স্বামী মেহেন্দি হাসানও - আচমকাই আগ্নেয়াস্ত্র বের করে বোনকে লক্ষ করে গুলি চালায় সেলিম - গুলি নূরজাহানের কানে লাগে

  আরও পড়ুন: সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ, আবেদনের শেষ তারিখ ২৩ অগাস্ট

  আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি নূরজাহান। ঘটনার পরই গা ঢাকা দিয়েছে সেলিম, ইমতিয়াজ ও মেহেন্দি হাসান।

  First published:

  Tags: Bother Shot Sister, Extra Marital Affairs

  পরবর্তী খবর