• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • বোনের মৃতদেহ সৎকার না করে ঘরে রেখে দিলেন বৃদ্ধ দাদা!

বোনের মৃতদেহ সৎকার না করে ঘরে রেখে দিলেন বৃদ্ধ দাদা!

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

বোনের মৃতদেহ সৎকার না করে ঘরে রেখে দিলেন বৃদ্ধ দাদা!

 • Share this:

   #হুগলি: আর্থিক অবস্থা ভাল নয়। অন্ত্যেষ্টির টাকাও নেই। তাই মৃত্যুর ৩ দিন পরেও বোনের দেহ ঘরে রেখে দিলেন মানসিক ভারসাম্যহীন দাদা। হাওড়ার উলুবেড়িয়ার ২২ নং ওয়ার্ডের ময়রাপাড়ার ঘটনা। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য। পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশের উদ্যোগে কবিতা ধাড়া নামে ওই মহিলার শেষকৃত্য হয়।

  শিক্ষিত পরিবার। কিন্তু আর্থিক সঙ্গতি নেই। চরম দুর্দশায় কাটছে দিন। অবস্থা এতটাই খারাপ, যে বোনের সৎকারটা করার সামর্থ্য নেই দাদা নীলমণি ধাড়ার। ২২ ডিসেম্বর অসুস্থ হয়ে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভরতি হন কবিতা ধাড়া। রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। কিন্তু টাকা না থাকায় হাসপাতাল থেকে দেহ নিয়ে যাননি কেউ। পরে হাসপাতাল সুপারের উদ্যোগে দেহ বাড়ি পৌঁছয় ৷ অভিযোগ, তারপর থেকে দেহ সৎকারের কোনও উদ্যোগ নেয়নি পরিবার।

  স্থানীয় সূত্রে দাবি, - নীলমণি ধাড়া এনআরএসের অবসরপ্রাপ্ত অধ্যাপক - ১৯৯৬ সালে অবসর নেন - পরে কোনও কারণে পেনশন আটকে যায় - তখন থেকেই শুরু আর্থিক অনটন - ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারান

  বুধবার সকালে ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। ঘটনা শুনে স্থানীয়রা সাহায্য করতে গেলেও তা নেননি নীলমণিবাবু। পরে উলুবেড়িয়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ ও স্থানীয়দের উদ্যোগেই কবিতা ধাড়ার শেষকৃত্য হয়।

  First published: