#দুর্গাপুর: দক্ষিণবঙ্গ থেকে বাঁকুড়া যেতে প্রধান ভরসা দুর্গাপুর ব্যারাজের ব্রিজ। মেরামতির জন্য আজ থেকে শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে ব্রিজ। একটা লেন খোলা থাকলেও তা দিয়ে যাতায়াত করবে শুধুই ছোট ও মাঝারি গাড়ি। পণ্যবাহী বড় গাড়িদের ঘুরে যেতে হবে প্রায় ৩০ কিলোমিটার।
পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলার মাঝে দামোদর নদে দুর্গাপুর ব্যারাজ। ব্যারাজের উপর ব্রিজের কঙ্কালসার দশা। কোথাও উঠে গিয়েছে পিচ, কোথাও বা খানাখন্দ। মেরামতির জন্য সোমবার থেকে শুক্রবার পাঁচদিন আংশিক বন্ধ থাকবে ব্যারাজের ব্রিজ।
-- ৯ থেকে ১৩ সেপ্টেম্বর বন্ধ থাকবে ব্রিজের একটি লেন
-- একটি লেন দিয়ে যাতায়াত করবে ছোট ও মাঝারি গাড়ি
-- ভারি গাড়ি রানিগঞ্জ হয়ে ঘুরপথে যাতায়াত করবে
বাঁকুড়ার জেলাশাসক পাঁচ দিন ব্রিজের একটি লেন রাখার কথা বলা হলেও বাঁকুড়ার জেলা পরিষদের সভাধিপতির দাবি, এভাবেই চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
-- দক্ষিণবঙ্গ থেকে বাঁকুড়া যাতায়াতে ভরসা দুর্গাপুর ব্যারাজের ব্রিজ
-- দক্ষিণভারত থেকে উত্তরবঙ্গ যেতেও ভরসা এই ব্রিজ
-- বিকল্প পথে রানিগঞ্জ হয়ে যাতায়াত ভারি গাড়ির
--- অতিরিক্ত ৩০ কিলোমিটার পথ ঘুরতে হবে
ব্রিজের একটি লেন বন্ধ থাকায় সোমবার থেকেই যানজটের আশঙ্কা ব্রিজ-সংলগ্ন বিভিন্ন এলাকায়।
আরও দেখুন