Home /News /south-bengal /
Murder: ছিঃ! বিয়ের সবে ছ'মাস, বাইক পায়নি বলে এমন করল জামাই, অভিযোগ জানিয়ে মাথায় হাত মেয়ের পরিবারের

Murder: ছিঃ! বিয়ের সবে ছ'মাস, বাইক পায়নি বলে এমন করল জামাই, অভিযোগ জানিয়ে মাথায় হাত মেয়ের পরিবারের

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

Murder: কুলতলির পশ্চিম গাবতলা এলাকার কৃষ্ণ গায়নের সঙ্গে জয়নগর দক্ষিণ বারাসতের সুস্মিতা বৈদ্যের প্রেম করে বিয়ে হয়।

 • Share this:

  #কুলতলি: বিয়ের যৌতুক নিয়ে অশান্তির প্রকোপ এমন পর্যায়ে পৌঁছে যেতে পারে, তা বোধহয় আন্দাজ করতে পারেননি দক্ষিণ বারাসতের সুস্মিতা বৈদ্যের পরিবারের লোকেরা। কিন্তু বিয়ের ছ'মাসের মধ্যে যা ঘটে গেল, তা দেখে কান্না থামছে না মেয়ের পরিবারের।

  কুলতলির পশ্চিম গাবতলা এলাকার কৃষ্ণ গায়েনের সঙ্গে জয়নগর দক্ষিণ বারাসতের সুস্মিতা বৈদ্যের প্রেম করে বিয়ে হয়। বিয়ের ৬ মাসের মধ্যেই একাধিকবার শ্বশুরবাড়ির কাছ থেকে বাইক ও যৌতুকের জন্য টাকার জন্য একাধিকবার চাপ দেয় হয় বলে অভিযোগ মৃতার মায়ের। এরই মধ্যেই মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তার পর থেকে বারেবারে শ্বশুর টাকার জন্য ফোনে করে টাকা চাইতেন বলে অভিযোগ। মেয়ের মা পরিচারিকার কাজ করেন, বাবা দিনমজুর যার কারণে টাকা যোগাড় করা সম্ভব হচ্ছিল না।

  আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর, বাড়ছে ডিএ

  বৃহস্পতিবার সকালে শ্বশুরবাড়ির লোকজন খবর দেন সুস্মিতা আত্মঘাতী হয়েছেন। গাবতলার বাড়িতে এসে দেখেন মেয়ের নিথরদেহ। ঘটনা স্থলে আসেন কুলতলী থানার পুলিশ,অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে, শ্বাসরোধ করে খুন করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । মৃতদেহ ময়নাতদন্তের জন্য আজি পাঠানো হবে।

  আরও পড়ুন: কোভিড পরবর্তী সময়ে বিশ্বজুড়ে বিদ্যুতের ব্যাপক চাহিদা মিটিয়েছে বায়ু ও সৌরশক্তি

  যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই ছেলেটির পরিবারের লোকেরা।

  অর্পণ মণ্ডল

  Published by:Uddalak B
  First published:

  Tags: Murder

  পরবর্তী খবর