Home /News /south-bengal /

Howrah: ফুলসজ্জার পরের সকালেই মিলল বরের ঝুলন্ত দেহ, বিপর্যস্ত নববধূ! রহস্য হাও়ড়ায়

Howrah: ফুলসজ্জার পরের সকালেই মিলল বরের ঝুলন্ত দেহ, বিপর্যস্ত নববধূ! রহস্য হাও়ড়ায়

আত্মঘাতী যুবক আদর্শ সাউ৷

আত্মঘাতী যুবক আদর্শ সাউ৷

পরিবারের পছন্দ করা মেয়েকে বিয়ে করেও ফুলসজ্জার পরেরদিন আত্মঘাতী নববর | ঘনাচ্ছে রহস্য | 

  • Share this:

#হাওড়া: ফুলসজ্জার পরের দিন সকালেই ঘরের মধ্যে মিলল নব বরের ঝুলন্ত দেহ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) শালিমারে৷ বিয়ের অনুষ্ঠানের জন্য নিমন্ত্রিত আত্মীয় পরিজনদের মধ্যে বিবাহ অনুষ্ঠানের আনন্দের রেশ কাটাতে না কাটাতেই শোকের ছায়া নেমে এলো গোটা পরিবারে৷

আত্মঘাতী যুবকের (Suicide) পরিবারের তরফে জানানো হয়, এই মাসের সাত তারিখ  ব্যারাকপুরের বাসিন্দা এক যুবতীর সঙ্গে শালিমারের বাসিন্দা আদর্শ সাউয়ের বিয়ে হয়৷ আদর্শ পেশায় গাড়ি চালক৷ পারিবারিক ভাবে দেখাশোনা করেই বিয়ে হয়েছিল নব দম্পতির৷

আরও পড়ুন: কপাল ফিরতেই পড়িমরি করে থানায় ছুটলেন এক ব্যক্তি, ঘটনা কী?

বৃহস্পতিবার সন্ধ্যায় ছিল বৌভাতের প্রীতিভোজের আসর৷ আত্মীয় - পরিজন, প্রতিবেশীদের  উপস্থিতিতেই  অনুষ্ঠানও হয় ধুমধাম করে৷ পরিবারের দাবি, নব দম্পতি দু' জনেই খুব আনন্দও করে বৌভাতের অনুষ্ঠানে৷ শুক্রবার সকালে ঘুম থেকে উঠেও নব বধূ আদর্শকে বিছানায় শুয়ে থাকতে দেখেন বলে জানিয়েছেন |

ঘুম থেকে উঠে নব বধূ শৌচাগার চলে যান, শৌচাগার থেকে ফিরেই তিনি দেখেন ঘরের মধ্যে আদর্শ ঘরের ফুলসজ্জার খাটের উপর সিলিং ফ্যান থেকে শাড়ি গলায় পেঁচানো অবস্থায় ঝুলছেন৷ নব বধূর চিৎকার শুনেই পরিজনেরা ঘরে ঢুকেই ঝুলন্ত অবস্থায় আদর্শকে দেখতে পেয়ে , তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন৷

আরও পড়ুন: 'নিছক দুর্ঘটনা নয়!' গাড়ি দুর্ঘটনায় বেশ আতঙ্কিত সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ! ভরসা পুলিশি তদন্তে

পরিজনদের দাবি, পাত্র এবং পাত্রী দু' জনের সম্মতিতেই বিয়ে দেওয়া হয়েছিল৷ কী এমন ঘটল ফুলসজ্জার রাতে যে আদর্শকে আত্মহননের পথ বাঁচতে হলো ? এই মৃত্যু ঘিরে উঠে আসছে রহস্য৷ পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে৷ তবে আদর্শের পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি৷

নববধূকেও জিজ্ঞাসাবাদ করা হবে জানিয়েছে পুলিশ৷ তবে এই মুহূর্তে মানসিক ভাবে ওই যুবতী বিপর্যস্ত হওয়ায় কিছুদিন পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে৷ আত্মঘাতী যুবক ও তাঁর সদ্য বিবাহিতা স্ত্রীর মোবাইলও খতিয়ে দেখা হচ্ছে |

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Howrah, Suicide

পরবর্তী খবর