হোম /খবর /দক্ষিণবঙ্গ /
বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে সহবাস, গ্রেফতার যুবক

Jhargram News: বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে সহবাস, গ্রেফতার যুবক

গ্রেপ্তার যুবক

গ্রেপ্তার যুবক

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করলেও প্রমিক বিয়েতে অস্বীকার করায় থানায় দ্বারস্থ হয় যুবতী। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করল প্রেমিককে

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

ঝাড়গ্রাম : ফোনে যোগাযোগ। তারপর আলাপ থেকে সম্পর্ক গড়ায় প্রেম পর্যন্ত। কিন্ত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করলেও প্রমিক বিয়েতে অস্বীকার করায় থানায় দ্বারস্থ হয় যুবতী। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করল প্রেমিককে।

বৃহস্পতিবার ওই যুবককে গ্রেফতার করেছে জামবনি থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার বাড়ি জামবনি থানার পড়িহাটি এলাকায়। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ওই যুবক গত প্রায় এক সপ্তাহ ধরে নদীয়ার একটি মেয়ের সাথে ফোনে আলাপের পর সম্পর্ক তৈরি করে।

আরও পড়ুন: সমাজের মাথা হেঁট! তাজা প্রাণের দাম মাত্র ১৫ হাজার, নিখোঁজ থাকার ৩দিন পরে গৃহবধূর মর্মান্তিক পরিণতি

অভিযোগ এরপর ওই যুবক মেয়েটিকে নিয়ে খড়্গপুর,ঝাড়গ্রামের বিভিন্ন লজে নিয়ে গিয়ে সহবাস করে। মেয়েটিকে নিয়ে অভিযুক্ত বিনপুরে এক আত্মীয়র বাড়িতেও নিয়ে যায়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করলেও বিয়ে করতে অস্বীকার করে ওই যুবক৷

এরপরই জামবনি থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মেয়েটি। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। এদিন শুক্রবার অভিযুক্তকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক ৩ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন ।পুলিশ তদন্তের জন্য ৫ দিন হেফাজতের আবেদন করলে ৩ দিন হেপাজত দেন।।

রাজু সিং

Published by:Ankita Tripathi
First published:

Tags: Arrested, Jhargram news