#দিঘা: করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গঠন করেছেন স্টেট এমারজেন্সি রিলিফ ফান্ড। সেই ত্রাণ তহবিলে অনুদান দিলেন বর্গভীমা মন্দির কর্তৃপক্ষ।
৫১টি সতীপীঠের অন্যতম তমলুকের প্রাচীণ মন্দির মা বর্গভীমা মন্দির কমিটির তরফে দেওয়া হয়েছে এক লক্ষ টাকা। আজ, সোমবার জেলাশাসকের দফতরে গিয়ে মন্দিরের সেবাইত ও পরিচালন কমিটির সদস্যরা এই সাহায্য তুলে দেন। করোনার কারনে প্রশাসনের প্রস্তাব মেনে ইতিমধ্যেই বর্গভীমা মন্দিরে পুষ্পাঞ্জলি ও ভোগের আয়োজন বন্ধ করা হয়।
নিত্য পুজো অনাড়ম্বর ভাবে চললেও ভক্তদের জমায়েত হওয়া বন্ধ। তবে করোনার ধ্বংসলীলা থেকে মুক্তি পেতে বর্গভীমা মন্দিরে বিশেষ হোমযজ্ঞের আয়োজন করেছিলেন মন্দির কর্তৃপক্ষ। করোনা রোধে মুখ্যমন্ত্রীর লড়াইয়ের পাশে দাঁড়াতে এবার আর্থিক সাহায্যও করলেন মন্দির কমিটির সদস্যরা।
SUJIT BHOWMIKনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Coronavirus in India