#বনগাঁ: সোশ্যাল মিডিয়ায় পরিচয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করলেন এক ১৯ বছরের যুবতী। দেড় বছর আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর পরিচয় হয় এক যুবকের সঙ্গে। তারপর থেকে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় দুজনের মধ্যে। বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে চাকদায় নিয়ে যায় ওই যুবতীকে। তারপর তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ যুবতীর।
এখানেই শেষ নয়, ওই যুবককে যুবতীকে দেহব্যবসায় নামাতে চায় বলে অভিযোগ। তাতে ওই যুবতী রাজি না হওয়ায় তাঁকে পাচার করে দেওয়ার হুমকি দেয় জয়ন্ত। শেষমেশ যুবতী কোন মতে পালিয়ে চলে আসে বনগাঁর বাড়িতে। বাড়ি ফিরে এসে পরিবারকে সব কথা খুলে বলে এবং তাঁরা বনগাঁ থানায় অভিযোগ দায়ের করে ওই যুবকের বিরুদ্ধে। পরিবারের দাবি অভিযুক্ত জয়ন্তকে যথাযথ শাস্তি দেওয়া হোক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।