হোম /খবর /দক্ষিণবঙ্গ /
ফেসবুকে আলাপ থেকেই প্রেম, বনগাঁর যুবতীর যে পরিণতি হল চাকদায়...

Facebook Love: ফেসবুকে আলাপ থেকেই প্রেম, বনগাঁর যুবতীর যে পরিণতি হল চাকদায়...

বন্ধুত্বের ফাঁদ!

বন্ধুত্বের ফাঁদ!

Facebook Love: ফেসবুকে যুবতীর পরিচয় হয় এক যুবকের সঙ্গে। তারপর থেকে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় দুজনের মধ্যে।

  • Last Updated :
  • Share this:

#বনগাঁ: সোশ্যাল মিডিয়ায় পরিচয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করলেন এক ১৯ বছরের যুবতী। দেড় বছর আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর পরিচয় হয় এক যুবকের সঙ্গে। তারপর থেকে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় দুজনের মধ্যে। বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে চাকদায় নিয়ে যায় ওই যুবতীকে। তারপর তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ যুবতীর।

ওই যুবতীর অভিযোগ, দেড় বছর আগে মুর্শিদাবাদের বাসিন্দা জয়ন্ত রায় নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয় ওই যুবতীর। মাধ্যম ছিল ফেসবুক। সেই পরিচয় ভালোবাসায় গড়াতে সময় লাগেনি। এরপর যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক তাঁকে বাড়ি থেকে নিয়ে যায় চাকদাতে। সেখানে নিয়ে গিয়ে জয়ন্ত তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ।

এখানেই শেষ নয়, ওই যুবককে যুবতীকে দেহব্যবসায় নামাতে চায় বলে অভিযোগ। তাতে ওই যুবতী রাজি না হওয়ায় তাঁকে পাচার করে দেওয়ার হুমকি দেয় জয়ন্ত। শেষমেশ যুবতী কোন মতে পালিয়ে চলে আসে বনগাঁর বাড়িতে। বাড়ি ফিরে এসে পরিবারকে সব কথা খুলে বলে এবং তাঁরা বনগাঁ থানায় অভিযোগ দায়ের করে ওই যুবকের বিরুদ্ধে। পরিবারের দাবি অভিযুক্ত জয়ন্তকে যথাযথ শাস্তি দেওয়া হোক।

Published by:Suman Biswas
First published: