হোম /খবর /দক্ষিণবঙ্গ /
বন্ধুদের সঙ্গে মনোমালিন্য? বনগাঁয় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্কুল ছাত্রী

Bongaon: বন্ধুদের সঙ্গে মনোমালিন্য? বনগাঁয় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্কুল ছাত্রী

গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্রী, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হল থানায়

  • Last Updated :
  • Share this:

#বনগাঁ: গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী একাদশ শ্রেণীর ছাত্রী, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হল থানায় । গতকাল, বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার মেদিয়া পাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আত্মঘাতী ছাত্রী কালোপুর পাঁচপোতা হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী।

গতকাল রাতে পাড়ার বন্ধু ও দাদাদের সঙ্গে সার্কাস দেখতে গিয়েছিল। সেখান থেকে ফিরে বাড়ির পাশের এক দোকান থেকে বিরিয়ানি কিনে আনে এবং বাবাকে খেতে দিয়ে নিজের ঘর আটকে দেয়। রাত এগারোটা নাগাদ ছাত্রীর বাবা ঘুম থেকে উঠে দেখেন মেয়ের ঘরে আলো জ্বলছে, আলো নেভানোর জন্য ডাকাডাকি করলেও সাড়া না মেলায় সন্দেহ হয়। দরজা ধাক্কা দিলে কোনও সাড়া-শব্দ মেলে না! এর পর, পাড়ার লোকজন ডেকে দরজা ভেঙে দেখেন, মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পরিবার এবং স্থানীয়রা তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: মাদক সেবনের প্রতিবাদ, রেল-লাইনে ফেলে যুবকের মাথা থেঁতলে দিল মাদকাসক্তরা

মৃতা বন্দনা মণ্ডলের বাবা শম্ভু মন্ডল বলেন, "গতকাল রাতে আমার মেয়ে স্বাভাবিকভাবেই ঘরে ঘুমাতে গিয়েছিল। রাত ১১ টা নাগাদ ঘুম থেকে উঠে দেখি মেয়ের ঘরে আলো জ্বলছে, ডাকাডাকি করেও দরজা না খোলায় দরজা ভেঙে ঘরে ঢুকে দেখি সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।"

পরিবারের অভিযোগ, গতকাল রাত দশটা নাগাদ ছাত্রীর সঙ্গে তার কয়েকজন বন্ধুর ফোনে ঝগড়া হয়। তারপর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। অভিযোগ, হয়তো বন্ধুদের সঙ্গে ঝগড়ার চাপ সামলাতে না পেরেই আত্মহননের পথ বেছে নিয়েছে! মৃতা ছাত্রীর দিদির কথায়,

" হয়তো আমার বোনের সঙ্গে কারও সম্পর্ক ছিল, তাই পারিবারিক কোনও অশান্তি না থাকলেও, সেই সম্পর্কের টানাপোড়েনের জেরেই আত্মহত্যা করেছে।"

আরও পড়ুন: তারকেশ্বরের হোটেলে হাড়হিম ঘটনা, হোটেলের সিলিং থেকে ঝুলছে যুগলের দেহ! কী ঘটল?

পরিবারের পক্ষ থেকে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, মৃত বন্দনা মণ্ডলের ফোনে তার সঙ্গে একটি ছেলের ছবি রয়েছে! এই ঘটনার পিছনে সেই ছেলেটি কোনওভাবে জড়িত কিনা, সে বিষয়ে তদন্তের দাবি জানিয়েছে তার পরিবার। লিখিত অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ ।

Anirudha Kirtania

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Bongaon