হোম /খবর /দক্ষিণবঙ্গ /
দুর্ঘটনার কবলে বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর

দুর্ঘটনার কবলে বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর

  • Last Updated :
  • Share this:

    #বনগাঁ: প্রচারে যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনায় পড়লেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ৷ ঘটনাটি ঘটেছে জলেশ্বরের কাছে ৷ দুর্ঘটনায় শান্তনু ঠাকুর ছাড়াও আরও দুইজন আহত হয়েছেন ৷ তাদের বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

    শেষবেলার প্রচারে বেরিয়ে দুর্ঘটনার মুখে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ৷ কল্যাণীতে প্রচারসভায় যোগ দেওয়ার পথে শান্তনু ঠাকুরের গাড়ি দুর্ঘটনায় পড়ে ৷ বিকেলেই শেষ প্রচারের সময়সীমা, তার আগেই কল্যাণীতে সভা সেরে নিতে চাইছিলেন শান্তনু ঠাকুর ৷

    ৬ মে পঞ্চম দফায় ভোট বনগাঁ,বারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগে। পঞ্চম দফায় সাত কেন্দ্রে ভোটে মোতায়েন ৬৩৮ কোম্পানি।

    First published:

    Tags: Bongao BJP candidate Shantanu Thakur, Bongao constituency, Elections 2019, Lok Sabha elections 2019, Matua, Shantanu Thakur