হোম /খবর /দক্ষিণবঙ্গ /
বীরভূমের সিউড়ী সরকারি বাসস্টান্ডে বোমাতঙ্ক

বীরভূমের সিউড়ী সরকারি বাসস্টান্ডে বোমাতঙ্ক

বীরভূমের সিউড়ী সরকারি বাসস্টান্ডে বোমাতঙ্ক।

  • Share this:
#বীরভূম: বীরভূমের সিউড়ী সরকারি বাসস্টান্ডে বোমাতঙ্ক। আজ সন্ধ্যায় সিউড়ী সরকারি বাসস্টান্ডের শৌচাগারের পিচনে একটি ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক। পরে সিউড়ী থানার পুলিশ গিয়ে ব্যাগ উদ্ধার করে।ব্যাগের ভিতর থেকে উদ্ধার দুটি বেড সুইচ,  দুটি কৌটো ও তার। পুলিশের দাবি কৌটোতে বালি ভরা ছিল। ব্যাগটি নিয়ে যায় পুলিশ।
Published by:Akash Misra
First published:

Tags: Birbhum