#ডোমকল: বরাতজোরে বাঁচলেন বিজেপির মুর্শিদাবাদ জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ ও তাঁর অনুগামীরা। রবিবার মুর্শিদাবাদের দক্ষিণ বিজেপি জেলা সভাপতি গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও গাড়িতে সেই সময় জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ ছিলেন না। ডোমকলের ভগীরথপুর বিজেপির মন্ডল প্রশিক্ষণ শিবির চলছিল। সেই প্রশিক্ষণ শিবিরে গাড়িতে করে গিয়েছিলেন অন্য তিনজন নেতৃত্ব। অভিযোগ গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা বোম ছোড়ে। কারও কোনো আঘাত না লাগলেও গাড়ির পেছনের কাচ ভেঙে যায়।
বিজেপির পক্ষ থেকে ডোমকল থানায় অভিযোগ জানানো হয়েছে। বিজেপি জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ বলেন, "তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের এই ঘটনা ঘটিয়েছে। অল্পের জন্য আমাদের কার্যকর্তারা বেঁচে গেছেন। পুলিশ অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করুক।"
ডোমকলের তৃণমূলের ব্লক সভাপতি হাজিকুল ইসলাম অবশ্য অভিযোগ উড়িয়ে দিচ্ছেন। তার কথায়, " এই ব্লক সম্মেলনের আগে আমরা বৈঠক করছিলাম নেতৃত্বদের সঙ্গে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়।"