বহরমপুর: দিনে দুপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল বহরমপুরে। বুধবার দুপুরে বহরমপুর থানার পাকুড়িয়া এলাকায় বাচ্চু মণ্ডলের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ হয়। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে। বিস্ফোরণের আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ। কে বা কারা বোমা মজুত রেখেছিল তার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। মুর্শিদাবাদের পুলিশ সুপার সুরিন্দর সিং বলেন, 'আমরা পুরো ঘটনা তদন্ত করছি। বাচ্চু মণ্ডলের বাড়ির সামনে যে সিসিটিভি রয়েছে, তার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তরা শীঘ্রই গ্রেফতার হবে।'
আরও পড়ুন: আবারও সাগরদিঘি, বাম-কংগ্রেস জোটের সামনে ফের ধরাশায়ী তৃণমূল
সামনেই রাস্তা, তারই পাশে বাচ্চু মণ্ডলের বাড়ি। জানলার নীচেই হঠাৎ করে বিকট আওয়াজে কেঁপে ওঠে। ছুটে আসেন সবাই। এলাকাবাসীর অভিযোগ ,একটি সকেট বোমা নয়, একাধিক সকেট বোমা বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের আওয়াজ এতটাই তীব্র ছিল যে জানলার কাঁচ ভেঙে গিয়েছে, দেওয়ালের পলেস্তরা খসে পড়েছে। পাশের বাড়ির বাসিন্দা এক মহিলা আওয়াজে জ্ঞান হারিয়ে ফেলেন। যে বাচ্চু মণ্ডলের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ ঘটেছে, তিনি আগে কংগ্রেস দলের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর নামে থানায় একাধিক অভিযোগ ছিল। বর্তমানে তিনি চুঁয়াপুরে একটি মিষ্টির দোকান চালান। জমি জায়গার কেনাবেচা করেন।
যদিও তাঁর পরিবারের দাবি, বর্তমানে বাচ্চু মণ্ডল কোনও রাজনীতির সঙ্গে যুক্ত নন। তার স্ত্রী মাম্পি মণ্ডল বলেন, 'আমরা বাড়িতে ছিলাম না। বাড়ির সামনে কেউ বোমা রেখে গিয়েছিল। কেউ চক্রান্ত করেই বোমা রেখে গিয়েছিল। পুলিশ তদন্ত করলেই উপযুক্ত তথ্য পাবে।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bomb Blast, Murshidabad