Home /News /south-bengal /
West Bengal News: মোবাইল দেখা নিয়ে বিবাদ, এরপরই পরপর বোমা! মুর্শিদাবাদে রক্তারক্তি কাণ্ড

West Bengal News: মোবাইল দেখা নিয়ে বিবাদ, এরপরই পরপর বোমা! মুর্শিদাবাদে রক্তারক্তি কাণ্ড

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

West Bengal News: গুরুতর আহত অবস্থায় এক পরিবারের দুই সদস্য আল্লাদি বিবি ও নাজে বিবি কে ভর্তি করা হল কান্দি মহকুমা হাসপাতালে।

 • Share this:

  মুর্শিদাবাদ: মোবাইল দেখা নিয়ে বিবাদ। আর সেই বিবাদের জেরে বোমের আঘাতে আহত হলেন দুই মহিলা। চিকিৎসার জন্য ভর্তি করা হল কান্দি মহকুমা হাসপাতালে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত যশোহরি গ্রামে।

  গুরুতর আহত অবস্থায় এক পরিবারের দুই সদস্য আল্লাদি বিবি ও নাজে বিবি কে ভর্তি করা হল কান্দি মহকুমা হাসপাতালে। অভিযোগের তির গ্রামের যুবক আদর সেখ, সাগর সেখ, টগর সেখ, নাগর সেখ, আদল সেখ তাদের বিরুদ্ধে। অভিযোগ ঘটনার সূত্রপাত হয় শনিবার রাতে। শনিবার রাতে আহতদের পরিবারের এক ছেলে মোবাইলে ভিডিও দেখছিল।

  আরও পড়ুন: বউবাজারে ঘরে ফিরল বেশ কয়েকটি পরিবার, এরপর? ভয় কাটছে না কিছুতেই

  আর তা নিয়েই বিবাদ তৈরি হয়। সেই বিবাদের জেরেই পাঁচজন যুবক এই দুই মহিলার ওপর চড়াও হয়ে বোমাবাজি করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় দুইজনকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার জন্য বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত দুইজন।

  Published by:Suman Biswas
  First published:

  Tags: West Bengal news

  পরবর্তী খবর