হোম /খবর /দক্ষিণবঙ্গ /
সাতসকালে বিকট শব্দে কাঁপল বাসন্তীর সর্দারপাড়া, উড়ল বাড়ি! কোথা থেকে এল বোমা?

Blast in Basanti|| সাতসকালে বিকট শব্দে কাঁপল বাসন্তীর সর্দারপাড়া, উড়ল গোটা বাড়ি! কোথা থেকে এল বোমা?

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

Bomb Blast in Basanti: বগটুইয়ের ঘটনা নিয়ে এখনও তোলপাড় রাজ্য রাজনীতি। তার মধ্যেই ফের বিস্ফোরণে কেঁপে উঠল বাসন্তী। মঙ্গলবার সকালে বাসন্তী থানার অন্তর্গত ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ১১ নম্বর সর্দারপাড়ায় একটি বাড়িতে বিস্ফোরণ হয়।

  • Last Updated :
  • Share this:

#বাসন্তী: বগটুইয়ের (Bagtui Issue) ঘটনা নিয়ে এখনও তোলপাড় রাজ্য রাজনীতি। তার মধ্যেই ফের বিস্ফোরণে কেঁপে উঠল বাসন্তী (Blast in Basanti)। মঙ্গলবার সকালে বাসন্তী থানার অন্তর্গত ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ১১ নম্বর সর্দারপাড়ায় একটি বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে গিয়েছে হামিজুদ্দিন সর্দারের গোটা বাড়ি।

প্রাথমিক তদন্তের পর পুলিশের (Basanti Police) দাবি, মঙ্গলবার সকাল সাড়ে ন'টা নাগাদ আচমকা বিস্ফোরণ (Basanti Bomb Blast) ঘটে। বাড়িতে বোমা মজুত রাখা ছিল। সেই বোমা বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। আগুন নিয়ন্ত্রণে হাতও লাগায়।

আরও পড়ুন: বগটুই কাণ্ডের মাঝেই প্রবল বিপদে অনুব্রত মণ্ডল, হাইকোর্টে বড় ধাক্কা! কী ঘটল?

বাড়িতে বোমা (Bomb) মজুত রাখার অভিযোগে বাড়ির মালিক হামিজুদ্দিন সর্দারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

Published by:Shubhagata Dey
First published:

Tags: Basanti, Bomb Blast