হোম /খবর /দক্ষিণবঙ্গ /
বেলেঘাটার পরেই বীরভূম! পঞ্চমীতে বোমা বিস্ফোরণে উড়ে গেল দাতব্য চিকিৎসালয়

বেলেঘাটার পরেই বীরভূম! পঞ্চমীতে বোমা বিস্ফোরণে উড়ে গেল দাতব্য চিকিৎসালয়

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

পুলিশের অনুমান, চিকিৎসালয়ে মজুত বোমা থেকেই বিস্ফোরণ হয়েছে।

  • Last Updated :
  • Share this:

#সিউড়ি: দিন কয়েক আগেই নজর কেড়েছিল বেলেঘাটার বিস্ফোরণ। এবার বদলালো ডেস্টিনেশান। মঙ্গলবার রাতে ব্যাপক বিস্ফোরণ হল বীরভূমের দাতব্য চিকিৎসালয়ে। পুলিশের অনুমান, চিকিৎসালয়ে মজুত বোমা থেকেই বিস্ফোরণ হয়েছে।

মঙ্গলবার রাত দেড়টা। হঠাৎ কেঁপে ওঠে হেতমপুরের চম্পানগরী। বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে ওই বাড়ির অংশ কার্যত উড়ে দিয়েছে। এলাকাবাসী মনে করছেন, ওই চিকিৎসালয়ের একটি ঘরে রান্নার সামগ্রী রাখা ছিল। সে ঘরেই মজুত করা ছিল বোমা। সেখান থেকেই বিপত্তি।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দুবরাজপুর থানার পুলিশ। তারা গোটা এলাকা ঘিরে রয়েছে। আসছে বোমস্কোয়াড। ঘটনা নিয়ে জোর চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলছেন,"হেতমপুরের দাতব্য চিকিৎসালয়ে বিস্ফোরণ হয়েছে। বীরভূমে এটা নতুন ঘটনা নয়। বীরভূম বোম- বারুদের আঁতুড়ঘর। তৃণমূলের মদতে এমন ধরনের কাজ হয়।

পাশাপাশি বীরভূমে তৃণমূলের সহ-সভাপতি অভিজৎ সিনহাও বিজেপির দিকে আঙুল তুলছেন। তাঁর কথায় ভোট মাথায় রেখে সন্ত্রাসের রাজনীতি করছে বিজেপি।

Published by:Arka Deb
First published:

Tags: Birbhum, BJP, TMC