• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • BOLPUR LEFT CANDIDATE RAM CHANDRA DOM FACES PROTEST WHILE GOING FOR ELECTION CAMPAIGN

"বামেদের শাসনকালে বাড়ি ছাড়া আর কিছুই মেলেনি..." বাম প্রার্থীর কাছে ক্ষোভ

তিনি আরও অভিযোগ করেন যে সারা বছর বাম নেতাদের দেখা মেলে না। শুধুমাত্র ভোটের সময় চলে আসেন তারা ভোট চাইতে। যদিও এই অভিযোগ প্রার্থী রামচন্দ্র ডোম অস্বীকার করেছেন।

তিনি আরও অভিযোগ করেন যে সারা বছর বাম নেতাদের দেখা মেলে না। শুধুমাত্র ভোটের সময় চলে আসেন তারা ভোট চাইতে। যদিও এই অভিযোগ প্রার্থী রামচন্দ্র ডোম অস্বীকার করেছেন।

 • Share this:

  #বোলপুর: বোলপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী রামচন্দ্র ডোম ৷ তাঁর প্রচার চলছে জোরকদমে ৷ আর সেই প্রচারে বেড়িয়ে ভোটারদের মুখোমুখি হতেই বিক্ষোভের মুখে পড়লেন তিনি। ৮নং ওয়াডের বাসিন্দা  টুলু ধামাল অভিযোগ  করেন বাম প্রার্থীকে যে বাম শাসনকালে তারা কিছুই পাইনি। কেবল বাড়ি ছাড়া। তিনি আরও অভিযোগ করেন যে সারা বছর বাম নেতাদের দেখা মেলে না। শুধুমাত্র ভোটের সময় চলে আসেন তারা ভোট চাইতে। যদিও এই অভিযোগ প্রার্থী রামচন্দ্র ডোম অস্বীকার করেছেন।

  ভোটে প্রার্থী তালিকা ঘোষণা হতেই মাঠে নেমে পড়েছে সব পক্ষ ৷ চলছে জোরদার প্রচার ৷ বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত কুমার মালও চালাচ্ছেন জোর প্রচার ৷

  দেখুন কী অভিযোগ করছেন তারা....

  First published: