বধর্মান: বর্ধমানে শুরু হয়ে গেল রাজ্যের অন্যতম বড় উৎসব কাঞ্চন উৎসব। বৃহস্পতিবার দুপুরেই বর্ধমানে প্রশাসনিক সভা থেকে উৎসবের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব ও পশ্চিম বর্ধমানের সরকারি একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন পর্বের মাঝেই বর্ধমানের কাঞ্চন উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আর এদিন সন্ধ্যায় এই উৎসবের সূচনায় উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা ও সমাজসেবী সোনু সুদ। ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলার একাধিক বিধায়ক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ জন প্রতিনিধিরা।
বর্ধমানের কাঞ্চন উৎসব মানেই দেশের স্বনামধন্য গায়ক গায়িকা অভিনেতা-অভিনেত্রীদের আগমন। এর আগে এসেছেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, গোবিন্দা, সুনীল শেট্টি, রবীনা ট্যান্ডন, আমিশা প্যাটেলের মত অভিনেতা অভিনেত্রীরা। এসেছেন উদিত নারায়ন-সহ দেশের বিখ্যাত গায়ক গায়িকারা। এবারও উৎসবের প্রথম দিনে এলেনন বিশিষ্ট অভিনেতা সমাজসেবী সোনু সুদ। উৎসবের প্রথম দিনে সকলের নজর কাড়লেন তিনি। ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই উৎসবের বিভিন্ন দিনে থাকছেন হানি সিং, কুমার শানুর মতো গায়ক।
এই উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, '' বর্ধমানের বড় উৎসব এই কাঞ্চন উৎসব, এখানে প্রচুর স্টল রয়েছে। প্রচুর কেনাকাটা সামাজিক কাজকর্ম হয় এই উৎসবকে ঘিরে।''
বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এই উৎসবের অন্যতম পৃষ্ঠপোষক। তিনি বলেন মুখ্যমন্ত্রীকে কাঞ্চন নগর ও কাঞ্চন উৎসবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। ভবিষ্যতে তিনি আসার ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর হাত ধরে এই উৎসবের উদ্বোধন হওয়ায় আমরা আপ্লুত। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এবারের উৎসব স্বাধীনতা সংগ্রামীদের জন্য উৎসর্গ করা হয়েছে। সরকারের বিভিন্ন দফতরের স্টল রয়েছে এই উৎসবে। এছাড়াও রয়েছে শতাধিক বেসরকারি স্টল মুম্বাইয়ের বিখ্যাত শিল্পীরা থাকছেন উৎসবের বিভিন্ন দিনে এছাড়াও শেষ দিন এই উৎসবের মাঠে আতশবাজি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এবার ব্যাপক ভিড় হবে বলেই আমরা আশা করছি।''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bardhaman