ভেঙ্কটেশ্বর লাহিড়ী, বগটুই: বগটুই গণহত্যার এক বছর পার। নিহতদের শ্রদ্ধা জানাতেও চলল রাজনৈতিক টানাপোড়েন। তরজায় তৃণমূল-বিজেপি। গ্রামের বাইরে থেকেই শ্রদ্ধা সিপিআইএমের।
বীরভূমের বগটুই। গত বছরের ২১ মার্চ আগুনে ঝলসে মৃত্যু হয় ১০ জনের। ঘটনায় ঝড় ওঠে রাজ্য রাজনীতিতে। সেই বগটুইয়ের ঘটনার এক বছর পার। নিহতদের শ্রদ্ধা জানাতেও রাজনৈতিক টানাপোড়েন। প্রথমে শহিদ বেদি তৈরি করে বিজেপি। তার কাছেই আবার রাতারাতি শহিদ বেদি তৈরি করে তৃণমূল। মঙ্গলবার বগটুইয়ে মুখোমুখি তৃণমূল-বিজেপি।
আরও পড়ুন- বরাহনগরের প্রতিমা এবার শোভা বাড়াবে দমদম বিমানবন্দরের
এদিন বগটুইয়ে সভা করে তৃণমূল। শহিদ বেদিতে ফুল নিবেদনও করা হয়। কিন্তু নিহতদের বাড়িতে ঢুকতে গেলে বাধা পান রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। তাঁর মুখের সামনেই দরজা বন্ধ করে দেওয়া হয়। আশিস বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে না দিলেও শহিদ পরিবারের সদস্যদের বাড়িতে ঢোকার অনুমতি মেলে অন্যান্য তৃণমূল নেতৃত্বের। এদিকে নিহতদের পরিবারের সদস্য মিহিলাল শেখ। এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপির মঞ্চে দেখা যায় তাঁকে। মৌন মিছিলেও পা মেলান। বগটুই গ্রামের শহিদ বেদি সংলগ্ন মঞ্চে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা যায় অন্যান্য শহিদ পরিবারের সদস্যদেরও।
আরও পড়ুন- শহরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গড়ে তুলতে চুক্তি, বিনিয়োগের পরিমাণ ১৫০০ কোটি টাকারও বেশি
প্রত্যেককেই সম্মান জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন চড়া সুর শোনা যায় শুভেন্দুর গলায়। বললেন, ‘‘শাসক দল খুন করল, আবার তারাই শহিদদের স্মরণ করল। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বগটুইয়ের নিহত সংখ্যালঘুদের নিয়ে নীরব থাকলেন।’’ শুভেন্দু এদিন এও বলেন, ‘‘আমি রাজনীতি করতে এখানে আসিনি। বগটুইয়ে আমরা বিগত নির্বাচনে মাত্র ১৭টি ভোট পেয়েছিলাম। তা সত্ত্বেও আমি আপনাদের কথা দিচ্ছি যে আগামী দিনেও নিঃস্বার্থভাবে আপনাদের পাশে থাকব। আপনাদের পরিবারের সন্তানদের উচ্চ শিক্ষার দায়িত্ব আমার।’’
শেষবেলায় আসরে সিপিআইএমও। বগটুই কাণ্ডের বর্ষপূর্তিতে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মৌন মিছিলে অংশ নেন মহম্মদ সেলিম। গত বছর বগটুইয়ে খুন হন তৃণমূল নেতা ভাদু শেখ। এরপরেই 'বদলা'। একের পর এক বাড়িতে আগুন। পুড়ে মৃত্যু হয় ১০ জনের। সেই ঘটনার এক বছর পরেও সরগরম থাকল বগটুই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal BJP, Suvendu Adhikari