হোম /খবর /দক্ষিণবঙ্গ /
২ দিন ধরে নিখোঁজ থাকার পর বস্তার মধ্যে থেকে উদ্ধার হলসাত বছরের শিশুর দেহ

২ দিন ধরে নিখোঁজ থাকার পর বস্তার মধ্যে থেকে উদ্ধার হলসাত বছরের শিশুর দেহ

পুলিশ তদন্ত শুরু করে শনিবার প্রতিবেশী নিলু বাগদীকে আটক করে। রবিবার সকালে এলাকার রাস্তার ধারে বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার হয়।

  • Last Updated :
  • Share this:

#দুর্গাপুর: নিখোঁজ শিশুর বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার হল রাস্তার ধারে মাঠে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের বুদবুদের রণডিহায়। শুক্রবার থেকে নিখোঁজ ছিল বুদবুদের রণডিহার সাত বছরের শিশু সানি বাগদি। এলাকায় খোঁজাখুঁজির পরেও তার কোনও খোঁজ পাওয়া যায়নি। পরিবারের তরফে বুদবুদ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

পুলিশ তদন্ত শুরু করে শনিবার প্রতিবেশী নিলু বাগদীকে আটক করে। রবিবার সকালে এলাকার রাস্তার ধারে বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার হয়। বুদবুদ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। অভিযুক্ত নিলু বাগদির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে স্থানীয়রা। বুদবুদ থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। সকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত থাকার কারণে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ।

Published by:Simli Raha
First published:

Tags: Durgapur, Murder