• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • ডোমকলের ভৈরব নদীতে নৌকাডুবি, ১ শিশু-সহ ৫ জন নিখোঁজ

ডোমকলের ভৈরব নদীতে নৌকাডুবি, ১ শিশু-সহ ৫ জন নিখোঁজ

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

ডোমকলের গরিবপুরের কাছে ভৈরব নদীতে নৌকাডুবি। বৃহস্পতিবার সন্ধেয় এই ঘটনা ঘটে। এখনও পর্যন্ত এক শিশু-সহ পাঁচজন নিখোঁজ ।

 • Share this:

  #ডোমকল: ডোমকলের গরিবপুরের কাছে ভৈরব নদীতে নৌকাডুবি। বৃহস্পতিবার সন্ধেয় এই ঘটনা ঘটে। এখনও পর্যন্ত এক শিশু-সহ পাঁচজন নিখোঁজ । উদ্ধারকাজে বিপর্যয় মোকাবিলা দল। কলকাতা থেকে ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ টিম। বোট নামিয়ে ভৈরব নদীতে ৩০০ মিটার এলাকা জুড়ে চলছে তল্লাশি।

  আরও পড়ুন: স্টেট ব্যাঙ্কের এই মেসেজ না মানলে বন্ধ হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট

  নামানো হয়েছে ছ'জন ডুবুরি। নৌকাতে ৬০-৭০ ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গতকাল মহিলা ও শিশু-সহ নিখোঁজ ছিলেন প্রায় ১৫জন। নৌকাডুবির পরে কয়েকজন সাঁতরে পাড়ে উঠে যান। পাড়ে উঠতে পারেননি কয়েকজন মহিলা ও শিশু। পুলিশ দেরিতে আসায় বিক্ষোভ দেখান স্থানীয়রা। রাতেই ঘটনাস্থলে আসেন প্রশাসনিক আধিকারিকরা। উদ্ধারে হাত লাগান স্থানীয়রাই।

  আরও পড়ুন: কাজের জায়গায় উন্নতি আটকে ? বস Gay হলে বদলাবে পরিস্থিতি

  First published: