#বেলদা: ‘নীল তিমি’ আক্রমণের আতঙ্ক এখন এরাজ্যেরও বিভিন্ন জেলায়।একটি মোবাইল গেম জীবনকে ধীরে ধীরে নিয়ে যায় অন্তিমের দিকে। ছাত্র এবং যুবকরা এতে বেশি ঝুঁকিপূর্ণ ঝুঁকি নিচ্ছে। গড়বেতা ও চন্দ্রকোনার খবর উঠে আসতেই আতঙ্ক আরও ছড়িয়েছে।
একটা মোবাইল ফোন।অবশ্যই অ্যান্ড্রয়েড।আর তাতেই চলে আসছে লিঙ্ক।ডাউনলোড।আর তারপর টিন এজারের কৌতুহল নিয়ে নীল তিমির খেলা। কতগুলো ধাপ একের পর এক। হাত কেটে তিমির ছবি,কিংবা সাঙ্কেতিক কোনও চিহ্ন এবং কারোর নির্দেশ মতো কাজ। আরও কত কী।আর তাতে দিন দিন যেন মজছে ছাত্র যুব সমাজ।
স্কুল কর্তৃপক্ষ অষ্টম শ্রেণির ওই ছাত্রকে বকাঝকা করে ও বুঝিয়ে নিরস্ত করেছেন মারণ গেম থেকে। চিকিৎসা করিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে।প্রধানশিক্ষক ননীগোপাল শীট জানাচ্ছেন-" ঘটনাটি জানতে পেরে স্কুলের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।এখন ছেলেটি স্কুলে এসে পড়াশোনা করছে প্রতিদিন।ছাত্ররা যাতে মারণ খেলার দিকে না ঝুঁকে পড়ে তার দিকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।’’