Murshidabad News: গড়তেই হবে প্লাস্টিক মুক্ত এলাকা! হরিহরপাড়ায় বিডিও থেকে আধিকারিকরা যা করলেন, দেখলে অবাক হয়ে যাবেন
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
প্লাস্টিক মুক্ত হরিহরপাড়া গড়ার লক্ষ্য! পথে নামল ব্লক প্রশাসন
মুর্শিদাবাদ: রাজ্যে সরকারের পক্ষ থেকে প্লাষ্টিক ব্যবহার নিষিদ্ধ করতে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই প্লাষ্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তাই এবার প্লাস্টিক মুক্ত গড়তে উদ্যোগী হল হরিহরপাড়া ব্লক প্রশাসন। হরিহরপাড়া ব্লকের বিডিও নিজে হাতে রাস্তায় রাস্তায় প্লাস্টিক ও নোংরা আবর্জনা কুড়ালেন। হরিহরপাড়াকে প্লাস্টিকমুক্ত করতে পথে নামলেন ব্লক প্রশাসন, পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা। শুরু হয় পরিচ্ছন্নতা অভিযান।
হরিহরপাড়া ব্লকের বিডিও ছেরিং জাম ভুটিয়ার নেতৃত্বে নোংরা আবর্জনা পরিষ্কার করা হয় হরিহরপাড়া বাজার এলাকা থেকে। বিডিও বলেন, “পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সকলের। প্লাস্টিক দূষণ বন্ধ করতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আজ আমরা শুধুমাত্র পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছি না, বরং সাধারণ মানুষকে সচেতনও করছি।”
advertisement
advertisement
শুধু পরিষ্কার করাই নয়, এদিন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করেন বিডিও। পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ, জয়েন্ট বিডিও আমোস তামাং, হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম কুমার দাস, পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ মিলটন সেখ সহ অন্যান্য আধিকারিকরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
এদিন শপথ নেন, হরিহরপাড়াকে প্লাস্টিক মুক্ত করার। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগ শুধু আজকের জন্য নয়, আগামীদিনেও চলবে। সাধারণ মানুষকেও প্লাস্টিক বর্জনে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। পরিবেশ বাঁচাতে চাই সচেতনতা, আর সেই সচেতনতা গড়ে তুলতে প্রশাসনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এখন দেখার বিষয়, সাধারণ মানুষ কতটা এই উদ্যোগের সঙ্গে হাত মেলান।
advertisement
বিডিও সমস্ত ব্যবসায়ীদেরকে সচেতন করেন দোকানের পাশে নোংরা ফেলার জায়গা রেখে দেওয়ার জন্য ওই জায়গায় নোংরা আবর্জনাগুলো ফেলবে। এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এলাকাবাসীর মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্নতার গুরুত্বও তুলে ধরা হয়। স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে এরকম কর্মসূচির আরও আয়োজনের আহ্বান জানিয়েছেন।
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 12, 2025 2:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: গড়তেই হবে প্লাস্টিক মুক্ত এলাকা! হরিহরপাড়ায় বিডিও থেকে আধিকারিকরা যা করলেন, দেখলে অবাক হয়ে যাবেন
