#কলকাতা: ফের খেলার মাঠে মর্মান্তিক দুর্ঘটনা। নদিয়ার নবদ্বীপে প্র্যাকটিস চলাকালীন মাথায় বল লেগে মৃত্যু হল দৃষ্টিহীন ক্রিকেটারের। ক্লাস সিক্সের মীরাজুল মল্লিকের অকাল মৃত্যু, ফিরিয়ে আনল অঙ্কিত কেশরীর স্মৃতি। দু হাজার পনেরোর বিশে এপ্রিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে ফিল্ডিং করার সময় সতীর্থের ধাক্কায় গুরুতর জখম হন বাংলার ক্রিকেটার অঙ্কিত কেশরী। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। অঙ্কিতের মর্মান্তিক মৃত্যুর স্মৃতি ফিরে এল নবদ্বীপে। ক্রিকেট মাঠেই শেষ হয়ে গেল আরও একটি তাজা প্রাণ। স্কুল মাঠে প্র্যাকটিস করছিল নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুলের ক্লাস সিক্সের ছাত্র মীরাজুল মল্লিক। দৃষ্টিহীনদের জন্য বিশেষ বল-এ খেলা চলছিল। হঠাৎই মীরাজুলের কানের পিছনে লাগে সেই বল। মাঠেই লুটিয়ে পড়ে সে। প্রথমে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল ও পরে কল্যাণী JNM হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। অবশ্য শেষরক্ষা হয়নি। অকালেই চলে গেল মীরাজুল। ময়নাতদন্তের পর রবিবার বাড়ি পৌঁছয় কিশোরের দেহ। ধুবুলিয়ায় বাড়ি হলেও স্কুলের আবাসিকেই থাকত মীরাজুল। চোখে দেখতে না পেলেও, প্রতিভায় পিছিয়ে ছিল না চোদ্দো বছরের কিশোর। পড়াশোনার পাশাপাশি চলত ক্রিকেট খেলা। নজর কাড়ে সবার। সম্প্রতি কৃষ্ণনগর স্টেডিয়ামে দৃষ্টিহীন পড়ুয়াদের ক্রিকেট টুর্নামেন্টের কাপ জেতে নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুল। চ্যাম্পিয়ন হয়ে থেকে গেল মীরাজুলও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।