#ঘুটিয়ারি শরিফ: দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফে বোমা ফেটে আহত হল তিন শিশু। গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘুটিয়ারি শরিফ হাসপাতাল রোডে ঘটনাটি ঘটে এদিন বিকেলে। একটি ঘরের পিছনে ব্যাগ ভর্তি বোমা রাখা ছিল, সেগুলি কে বল ভেবে খেলতে গিয়েই বিস্ফোরণ ঘটে। তিন শিশুই গুরুতর জখম হয়েছে। ঘটনাস্থলে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু-সহ পুলিশ আধিকারিকরা পৌঁছেছেন। কে বা কারা কি কারণে এই বোমা মজুত করেছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অবশ্য য়ে পরিবারের শিশুরা ঘটনায় আহত হয়েছে, তাঁদের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ওই বাড়ির মালিক, রেজ্জাক শেখই এই বোমাগুলি রেখেছিল৷ এক সপ্তাহ আগে এই বোমাগুলি রাখা হয়েছিল৷ ওই ব্যাগের মধ্যে ছিল ১০ থেকে ১২টি বোমা৷ সেগুলিই এদিন ফেটে যায়৷ এলাকায় গোলমাল পাকানোর জন্যই এখানে বোমা রাখা হয়েছিল বলেও অভিযোগ করেছিলেন তাঁরা৷ এই অভিযোগের ভিত্তিতে রেজ্জাক শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Blast