#রামপুরহাট: সকালে রাতে বাতাসের হিমেল ভাব জানান দিচ্ছে শীত (Wi nter 2021) আসছে৷ আর বীরভূম (Birbhum News) জেলা জুড়ে শীতের কামড় যথেষ্টই থাকে৷ তাই শীত আসতেই ব্যস্ততা বেড়েছে লেপ তোষকের কারিগররা৷ কিন্তু চিরাচরিত লেপে রূপবদল করেই তাক লাগিয়ে দিয়েছেন মহম্মদ তালিম মনজুরি৷
রামপুরহাট (Rampurhat) পুরসভার সামনে প্রায় তিরিশ বছর ধরে লেপ তৈরি করছেন মহম্মদ তালিম মনজুরি৷ লেপ মানেই এতদিন চেনা লাল রংয়ের কাপড় দিয়েই তা তৈরি হতো৷ কিন্তু মহম্মদ তালিম মনসুরি এবার লাল রংয়ের বদলে সাদা রংয়ের উপরে তৃণমূল কংগ্রেসের প্রতীক দেওয়া কাপড় দিয়ে লেপ তৈরি করেছেন৷ শীত জাঁকিয়ে পড়ার আগেই যে লেপের চাহিদা এখন তুঙ্গে৷ পথ চলতি অনেকেরই নজর কেড়েছে তৃণমূলের নকশা আঁকা এই লেপ৷ পছন্দ হয়ে যাওয়ায় অনেকেই লেপের বরাতও দিয়ে দিচ্ছেন৷ মহম্মদ তালিম মনজুরিও জানাচ্ছেন, এমন লেপ তিনিও এই প্রথম বানালেন৷
আরও পড়ুন: এখন শীতের আমেজ মাত্র! তাহলে জাঁকিয়ে ঠান্ডা পড়ছে কবে, কী বলছে হাওয়া অফিস
রামপুরহাটের বাসিন্দা অমিতাভ দে নামে এক ব্যক্তির কথায়, 'রাস্তা দিয়ে যেতে যেতেই এরকম লেপ দেখে দাঁড়িয়ে পড়লাম৷ লাল লেপ দেখেছিলাম৷ কিন্তু তৃণমূলের প্রতীক দেওয়া এই লেপ দেখে দারুণ লাগল৷' একা অমিতাভবাবু নন, লেপ দেখে কেনার লোভ সামলাতে পারছেন না অনেকেই৷
গোটা রাজ্যের মতো বীরভূমেও গত বিধানসভা নির্বাচনে একছত্র দাপট দেখিয়েছে তৃণমূল কংগ্রেস৷ শাসক দলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই মাথা খাটিয়ে তৃণমূলি লেপ তৈরি করে ফেলেছেন ওই প্রবীণ কারিগর৷ তৃণমূলের প্রতীক দেওয়া লেপের উষ্ণতায় এবার শীত কাটানোর জন্য তৈরি হচ্ছেন রামপুরহাটের বাসিন্দারা৷ আর এমন লেপ দেখলে নিশ্চয়ই খুশি হবেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও৷
Akshay Dhibar
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।