#দুর্গাপুর: দেরিতে ট্রেন আসায় দুর্গাপুরের মানকর স্টেশনে যাত্রী বিক্ষোভ-ভাঙচুর। নির্ধারিত সময়ের চেয়ে দু’ঘন্টা দেরিতে ঢোকে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এরপরই উত্তেজিত যাত্রীরা স্টেশনের সিগন্যাল রুমে ব্যাপক ভাঙচুর চালায়।
যাত্রীদের অভিযোগ, প্রায়ই দেরিতে ট্রেন আসে। যদিও, রেলের দাবি, দুর্গাপুরের ওয়ারিয়া স্টেশনে সিগন্যালের যান্ত্রিক গোলযোগের জেরেই দেরিতে চলছিল ট্রেন। ধানবাদ থেকে হাওড়ায় আসছিল ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস।