হোম /খবর /দক্ষিণবঙ্গ /
পার্টি অফিসের সামনেই রক্তে স্নান করে গেলেন বিজেপি কর্মী! ঘটনা শুনলে চমকে উঠবেন

Bjp: পার্টি অফিসের সামনেই রক্তে স্নান করে গেলেন বিজেপি কর্মী! আসল ঘটনা শুনলে চমকে উঠবেন

আহত বিজেপি কর্মী

আহত বিজেপি কর্মী

Bjp: জানা গিয়েছে, বাজেট সংক্রান্ত বিষয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন নীলপুর এলাকার বিজেপির মন্ডল কমিটির সদস্য গোবিন্দ ব্রহ্ম।

  • Share this:

বর্ধমান: বিজেপির জেলা পার্টি অফিসের সামনেই বিজেপির এক কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল দলেরই মন্ডল সভাপতির বিরুদ্ধে! বর্ধমানে ডিভিসি মোড়ের জেলা কার্যালয়ের অফিসের সামনে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

জানা গিয়েছে, বাজেট সংক্রান্ত বিষয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন নীলপুর এলাকার বিজেপির মন্ডল কমিটির সদস্য গোবিন্দ ব্রহ্ম। তাঁর অভিযোগ, সেই সময়েই আচমকাই পার্টি অফিস থেক বেড়িয়ে এসে শহরের ৪ নম্বর মন্ডলের সভাপতি রাজু চন্দ্র তাকে ছুরি নিয়ে আক্রমণ করতে আসে। কোনও ভাবে তার হাত চেপে ধরলে রাজু লাথি মেরে ফেলে দিয়ে পাশে পড়ে থাকা লোহার রড দিয়ে এলোপাথারি মারতে থাকে। তার চিৎকারে এলাকার লোকেরা এসে কোনও রকমে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: ৪৫ হাজার মানুষের পরিষেবা, অনুব্রতর জেলায় বিরাট ঘোষণা মমতার! তোলপাড় বীরভূম

বর্ধমান মেডিকেল  কলেজ হাসপাতালে রক্তাক্ত অবস্থায় গোবিন্দ ব্রহ্ম কে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাঁর মাথায় বেশ কয়েকটি সেলাই দেন। বিজেপি কর্মী ইন্দ্রনীল গোস্বামী বলেন, আমরা অনেকেই পার্টি অফিসের সামন দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিলাম। গোবিন্দদা পাশেরই একটি চায়ের দোকানে বসেছিলেন। আচমকাই দেখলাম রাজু কয়েকজন কে এনে মারধর শুরু করে দিল। কেন এমনটা করল বুঝে ওঠার আগেই দেখি গোবিন্দদা পড়ে গিয়েছে। রক্ত বের হচ্ছে। আরও কয়েকজন আমরা ছুটে গিয়ে রাজুর হাত থেকে গোবিন্দদা কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

আহত বিজেপির কর্মী গোবিন্দ ব্রহ্ম বলেন, বর্ধমান জেলার দায়িত্বে থাকা রাজ্যের নেতা শশী অগ্নহোত্রী একদিন আগেই এসেছিলেন। আমি সেই বৈঠকেই  ৪ নম্বর মন্ডল সভাপতির বেশ কিছু দুর্নীতি নিয়ে সরব হয়েছিলাম।

আরও পড়ুন: হুশ করে গাড়ি এসে উড়িয়ে দিল স্কুটিচালক প্রৌঢ়কে, বাংলার এই ভিডিও দেখে আঁতকে উঠবেন

তখন আমাকে জোর করে থামিয়ে দেয় বেশ কয়েকজন। সেই আক্রোশ থেকেই আমার উপরে এই আক্রমন চালানো হয়েছে। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মন্ডল সভাপতির রাজু চন্দ্র। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, ‘আমি এখনও এ বিষয়ে কোন খবর পাইনি। কি হয়েছে খোঁজ নেব।এমনটা হয়ে থাকলে অবশ্যই দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

Published by:Suman Biswas
First published:

Tags: Bardhaman news, Bengal BJP