হোম /খবর /দক্ষিণবঙ্গ /
মল্লারপুরে পুলিশ হেফাজতে কিশোরের মৃত্যুর প্রতিবাদে বিজেপি সমর্থকরা

মল্লারপুরে পুলিশ হেফাজতে কিশোরের মৃত্যুর প্রতিবাদে বিজেপি সমর্থকরা

শনিবার বেলা এগারোটার সময় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করেন বিজেপি সমর্থকরা।

  • Share this:

বীরভূমের মল্লারপুরে পুলিশ হেফাজতে ১৪ বছর বয়সী এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবার রাস্তায় নামল বিজেপি।  ওই কিশোরের পরিবার বিজেপির সমর্থক এই অপরাধে ওই কিশোরকে পুলিশ হেফাজতে খুন করা হয়েছে এই দাবি তুলে শনিবার বাঁকুড়ায় পথ অবরোধে নামল বিজেপি।  শনিবার বেলা এগারোটার সময় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করেন বিজেপি সমর্থকরা। ব্যাস্ততম ৬০ নং জাতীয় সড়ক দীর্ঘক্ষন ধরে অবরুদ্ধ থাকায় ওই সড়কে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে।

গত শুক্রবার, সপ্তমীর দিন মোবাইল চুরির অভিযোগে পুলিশ মল্লারপুরের বারুইপাড়ার বাসিন্দা শুভ মেহেনাকে আটক করে। পরিবারের দাবি সেই থেকে থানাতেই ছিল সে। এ দিন পরিবারের লোকেরা জানতে পারে শুভ মারা গিয়েছে। তারপরই শুরু হয় হুলুস্থুল। পুলিশের নির্মম অত্যাচারেই শুভর প্রাণ গিয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের। প্রতিবাদে মল্লারপুরের কাছে ১৪ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে, অবরোধ করেন উত্তেজিত গ্রামবাসীরা। মল্লারপুর থানার ওসির শাস্তির দাবি জানানো হয়।

মৃতের আত্মীয় জানিয়েছেন, ‘চার-পাঁচদিন আগেই শুভকে পুলিশ নিয়ে য়ায়। থানাতেই আটকে রেখেছিল। বৃহস্পতিবার রাতে ছেলে পালিয়ে গিয়েছে বলে শুভ মেহেনার বাবা-মাকে থানা থেকে জানানো হয়। তারপর তাঁদেরও তুলে নিয়ে যায় পুলিশ। আজ সকালে জানা গিয়েছে শুভ মৃত। লক-আপেই তাঁর মৃত্যু হয়েছে। আমরা মনে করছি ওকে পুলিশ পিটিয়ে মেরে ফেলেছে।’

যদিও পুলিশ তাঁদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ নস্যাৎ করেছে। বীরভূমের পুলিশ সুপার স্যাম সিং বলেছেন, ‘লক-আপে শুভ মেহেনা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। থানার মধ্যে মৃত্যু হওয়ার দরুন পর্যাপ্ত তদন্ত হবে।’

Mritunjoy Das

Published by:Uddalak Bhattacharya
First published:

Tags: BJP