#নন্দীগ্রাম: তৃণমূল সরকারের দুয়ারে দুয়ারে কর্মসূচির পাল্টা বিজেপির হরিধ্বনি কর্মসূচি ঘিরে নন্দীগ্রামে উৎসাহ বেড়েছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। রাজ্যের শাসক সরকারের দুয়ারে দুয়ারে এবং বঙ্গধনী কর্মসূচী নিচ্ছে, তখন নন্দীগ্রামে বিজেপি পরিবার তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দিয়ে মন্দিরে মন্দিরে হরি ধ্বনি কর্মসূচি নিয়ে পথে নেমেছেন।
রবিবার নন্দীগ্রাম দু-নম্বর দক্ষিণ মণ্ডলের আমদাবাদ অঞ্চল থেকে এই কর্মসূচির সূচনা হয়। নন্দীগ্রামের সুবদী শীতলা মন্দির, মুঙ্গেশ্বরী শীতলা মন্দির, তরুণ সংঘের নারায়ন মন্দির, মিতালি সংঘ কালী মন্দির, কুমিরমারা গৌরাঙ্গ মন্দির, টাকাপুরা গৌরাঙ্গ মন্দির, আমদাবাদ হনুমান মন্দির, চালমারি বাজার শিব মন্দির, মধ্য পল্লী হরি মন্দির, পশ্চিম আমদাবাদ শীতলা মন্দির-সহ বিভিন্ন মন্দিরে যান কর্মসূচি পালনের দায়িত্বে থাকা কর্মী-সমর্থকরা। নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল বলেন, রাজনৈতিক স্বার্থে একদল মানুষ যখন এলাকায় এলাকায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন নন্দীগ্রাম জুড়ে শান্তি ফেরাতে আমরা নাম-গানে অংশ নিচ্ছি।
SUJIT BHOWMIK
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।