#বর্ধমান: শনিবার পূর্ব বর্ধমান জেলা সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই জেলা সফরে এসে তিনি প্রথমেই যাবেন কাটোয়ায়। সেখানে গৌরাঙ্গ বাড়িতে তাঁর পুজো দিতে যাওয়ার কথা। এরপর তিনি কাটোয়ায় 'শোনো চাষিভাই' কর্মসূচির সূচনা করবেন। এই কর্মসূচির অঙ্গ হিসেবে কাটোয়ার জগদানন্দপুর গ্রামে কৃষকদের বাড়ি থেকে এক মুঠো করে চাল ও সবজি গ্রহণ করবেন। এরপর পূর্বস্থলী লাগোয়া কাটোয়ার মুস্হলি গ্রামে জনসভা করবেন তিনি।
কাটোয়া সফর সেড়ে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেলার সদর শহর বর্ধমানে আসবেন। সেখানে রাজ আমলে প্রতিষ্ঠিত বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি এই শহরে রোড শো করবেন তিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতি সফর উপলক্ষে জেলা জুড়ে প্রস্তুতি তুঙ্গে।
দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার পূর্ব বর্ধমান জেলা সফর সফল করতে মাটি কামড়ে পড়ে রয়েছেন বিজেপি রাজ্য ও কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার জেলা নেতাদের সঙ্গে নিয়ে বিজেপি রাজ্য নেতা রাজু বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সভাপতির কর্মসূচির প্রস্তুতির খুঁটিনাটি খতিয়ে দেখেন।
বর্ধমান শহরের বীরহাটা থেকে জি টি রোড ধরে কার্জন গেট পর্যন্ত রোড শো করবেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সেই রোড শোয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায় ও শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। এ দিন বীরহাটা থেকে কার্জন গেট পর্যন্ত রাস্তা হেঁটে পরিদর্শন করেন বিজেপি রাজ্য নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে দলের জেলা সভাপতি সন্দীপ নন্দী সহ জেলা নেতারা উপস্থিত ছিলেন।
কার্জন গেট চত্বরে দাঁড়িয়ে রোড শো সফল করতে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন রাজু বন্দ্যোপাধ্যায়সহ জেলা নেতারা। রোড শো শেষে কার্জন গেটে কর্মী সমর্থক ও বর্ধমানবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাই তার আগাম প্রস্তুতিও সেড়ে ফেলা হচ্ছে বিজেপির রাজ্য নেতা রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, শনিবার বর্ধমানে ঐতিহাসিক রোড শো হবে। সফলভাবে সেই কর্মসূচি পালন করতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
Saradindu Ghosh