#রঞ্জিৎ সরকার, রানাঘাট: কয়েকদিন আগেই দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মুখে লাগাম পরাতে লিখিত নির্দেশ দিয়েছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ কিন্তু শুধু দিলীপ নন, রাজ্য বিজেপি-কে অস্বস্তিতে ফেলছেন দলেরই একের পর এক নেতা৷ এবার সেই তালিকায় যুক্ত হল রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের নাম৷ বিজেপি সাংসদ প্রকাশ্যেই দাবি করলেন, দলের ভিতরেই তৃণমূলের বেশ কিছু চর রয়েছে৷
সোশ্যাল মিডিয়ায় বিজেপি কর্মীরা বিভিন্ন সময়ে দলেরই সহকর্মী বা নেতাদের বিরুদ্ধে অভিযোগ করছে, এই প্রসঙ্গে নিজের বক্তব্য রাখতে গিয়েই বিজেপি-কে অস্বস্তিতে ফেলে দিয়েছেন রানাঘাটের সাংসদ৷ তিনি বলেন, 'এটা দলের অনুশাসনের ঘাটতির জন্য হচ্ছে। যারাই করুক তারা সত্যি কারের তৃণমূলের চর। দলের মধ্যেও কিছু খোচর, দালাল থাকে।
আরও পড়ুন: ফলাফলে খুশি নয়, খাতা পুনর্মূল্যায়ন করতে চায় মাধ্যমিকে নবম সৌরথ দেতৃণমূলের মধ্যেও থাকে, বিজেপির মধ্যেও থাকে। সবার মধ্যে একজন আর একজনেক কাছে খবর পাস করে। এই জাতীয় লোকগুলো যদি সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করে, নিশ্চিত ভাবে সে বিজেপির হিতাকাঙ্খী নয়। সে তৃণমূলের দালাল। সেই শ্রেণির লোককে আমি বলব দল থেকে বহিষ্কার করা বা তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা প্রথমেই করা উচিত। না হলে দলের উন্নতি হয় না।'
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ার প্রচারে ধার দিতে চায় সিপিআইএম, চলছে প্রশিক্ষণের চিন্তাভাবনাকয়েকদিন আগে দলের নেতাদের বিরুদ্ধেই বার বার বিতর্কিত মন্তব্য করার জন্য দিলীপ ঘোষকে সতর্ক করেছিল বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব৷ এ ক্ষেত্রেও সেই দলের মধ্যেই অন্তর্কলহের অভিযোগেই সরব হলেন বিজেপি সাংসদ৷
যদিও বিজেপি সাংসদের এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল৷ নদিয়ার জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বাণী রায় বলেন, 'বিজেপিতে কি চলছে গোটা পশ্চিমবাংলা তা দেখছে। নতুন করে তৃণমূলকে দোষ দিয়ে লাভ নেই। তৃণমূলের এত দায় পড়েনি যে, তৃণমূল বিজেপির মধ্যে গিয়ে এই সমস্ত কাজগুলো করবে। জগন্নাথ সরকারের এটা বোঝা উচিত৷ নিজের দলটাকে আগে সামলাক, তারপর বলুক।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP