#বালি: শুরু হয়ে গিয়েছে বাংলা দখলের লড়াই। আর বঙ্গ দখলের এই লড়াইয়ে আলাদা করে প্রচারে নজর কাড়ছেন সদ্য বিজেপিতে নাম লেখানো অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ইতিমধ্যেই মিঠুন জানিয়ে দিয়েছেন, 'প্রার্থী হলেই আমি স্বার্থপর হয়ে যাব।' অর্থাৎ, প্রার্থী না হয়েই তিনি বঙ্গে BJP আনার পথ সুগম করতে চাইছেন। আর সে জন্য তাঁকে যে নানা ধরনের প্রতিকূল পরিস্থিতির মুখে পড়তে হয়, সে কথাও জানাতে ভুলছেন না তিনি। এদিনও বালিতে ভোট প্রচারে বেরিয়ে মিঠুন বলেন, 'আমি চশমা পরি যাতে কে আমায় কোথা থেকে গালাগালি দিচ্ছে তা দেখতে পাই।'
আসলে বিজেপি চাইছে গ্রামগঞ্জের বাংলার ভোটে (West Bengal Assembly Election 2021) মিঠুনের মুখকে কাজে লাগাতে। সেই কারণেই গত ২৫ মার্চ থেকে পথে নেমেছেন মিঠুন। আর প্রতিদিন বাংলার বিভিন্ন প্রান্তে একাধিক রোড শো করে চলেছেন তিনি। সেখানেই এদিন ফের তৃণমূলকে বহিরাগত ইস্যুতে আক্রমণ শানান তিনি। বলেন, 'বাংলায় বাস করা প্রতিটি মানুষই বাঙালি। বাংলার সব কিছুতেই তাঁদের সবার অধিকার আছে। সেই অধিকারে কেউ হস্তক্ষেপ করতে এলে আমার মতো মানুষরাই রুখে দাঁড়াবে। কে কোথা থেকে এসেছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। কে কী কাজ করেছে, সেটাই গুরুত্বপূর্ণ।'
বৃহস্পতিবার বাঁকড়ায় বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) সমর্থনেও রোড শো করেন মিঠুন। কিন্তু তাঁর রোড শোয়ের পিছন দিকের গাড়ি লক্ষ্য করে রাস্তার পাশ থেকে তৃণমূল সমর্থকরা ইটবৃষ্টি করে বলে অভিযোগ। ইটের ঘায়ে একটি গাড়ির কাচ ভেঙে যায়। কয়েকজন বিজেপি কর্মী তাতে আহত হয়েছেন বলে অভিযোগ।
আবার, তৃণমূলের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, মিঠুনের রোড শোয়ে কোনও হামলা চালানো হয়নি। ওখানে আগে থেকেই একটি কাচ ভাঙা গাড়ি দাঁড় করানো ছিল। বিজেপির মিছিল সেখানে পৌঁছলে ইচ্ছে করেই উত্তেজনা ছড়ানো হয়।
অপরদিকে, এদিনই মিঠুন চক্রবর্তীর রোড শো বাতিল হওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বাধে বেহালার পর্ণশ্রীতে৷ এ দিন বেহালা পশ্চিম কেন্দ্রর বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের হয়ে রোড শো করার কথা ছিল মিঠুনের৷ কিন্তু শেষ মুহূর্তে পুলিশ রোড শো-র অনুমতি না দেওয়ায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মী- সমর্থকরা৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হন বিজেপি প্রার্থী শ্রাবন্তীও৷ পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতেও জড়ান তিনি৷