হোম /খবর /দক্ষিণবঙ্গ /
বেনজির অভিযোগ! দল ছাড়লেন বর্ধমানের বিজেপি নেতা

BJP: বেনজির অভিযোগ! দল ছাড়লেন বর্ধমানের বিজেপি নেতা

দল ছাড়লেন বর্ধমানের বিজেপি নেতা

দল ছাড়লেন বর্ধমানের বিজেপি নেতা

BJP: দলে সম্মান বা গুরুত্ব না পাওয়ার জন্যই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন শ্যামল।

  • Share this:

বর্ধমান: দলীয় পদ ছাড়লেন বর্ধমানের বিজেপি নেতা শ্যামল রায়। বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সহ সভাপতি ছিলেন তিনি। পদ ছাড়ার পাশাপাশি দল ছাড়ারও ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। লিখিতভাবে পদ ও দল ছাড়ার কথা দলীয় নেতৃত্বকে জানিয়েছেন তিনি। দলে সম্মান বা গুরুত্ব না পাওয়ার জন্যই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন শ্যামল।

তাঁর বক্তব্য, সিপিএমকে হঠাতে এই দল করতে এসেছিলাম। এখন সেই সিপিএম নেতারাই জার্সি পাল্টে বিজেপির গুরুত্বপূর্ণ পদে বসে আছে। এতে বিজেপির শ্রীবৃদ্ধি হতে পারে না। যখন চার শতাংশ ভোট ছিল তখন এই দল করতে এসেছিলাম। এখন যখন আটত্রিশ শতাংশ ভোট তখন দল মনে করছে আমরা ব্রাত্য। জেলা সভাপতি অযোগ্য। তিনি দল চালাতে পারছেন না। তাই এই টিমে থাকার প্রয়োজন বোধ করছি না।

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরেই এই পদত্যাগ, বলছে তৃণমূল। বিজেপি নেতৃত্ব জানিয়েছে, ক্ষোভ অভিমান হতেই পারে। আলোচনার মাধ্যমেই তা মেটানো সম্ভব।

এই ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত ভোটের আগেই এবার বিজেপির বর্ধমান জেলা কমিটির মধ্যেই শুরু হয় মতবিরোধ। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। বিজেপি বর্ধমান কমিটির সহ সভাপতি শ্যামল রায়, বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা অযোগ্য ও সাংসদ এস এস আলুওয়ালিয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করছেন বলে চিঠি দিলেন জেলা সভাপতিকে।

তাঁর দাবি, সিপিএম থেকে এসে পদে বসে তারা এখন দল চালাচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে দলকে আজ এই জায়গায় এনেছি। ২০১৯ সালে নিজেদের প্রাণপাত করে সাংসদ কে জিতিয়েছি। আজ তাদের কাছেই আমরা অযোগ্য। আজ যে ভাবে দল চলছে তা ঠিক নয়। এখন যে কমিটি আছে তাতে কাজ করা যাবে না। সাংসদ কেও সাধারণ মানুষ কাছে পায়না। তার কোনো কাজ চোখে পড়ে না। তাই পদত্যাগ করছি।

আরও পড়ুন, কেন কলকাতা পুলিশের পোশাকের রং সাদা, জেনে নিন এর নেপথ্যে থাকা কারণ

আরও পড়ুন, চাকা ফেটে হঠাৎ উল্টো দিকের লেনে দিঘাগামী বাস,বাগনানে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৩

জেলা বিজেপির সাধারণ সম্পাদক সৌম্যরাজ বন্দ্যোপাধ্যায় বলেন, দলের মধ্যে মতবিরোধ থাকতে পারে। তবে সেটা কথা বলে মিটিয়ে নেওয়া যেত। এভাবে হঠকারী সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। সাংসদ অনেক কাজ করেছেন  হয়তো তিনি দেখতে পাননি, তাই তিনি বলতে পারছেন না।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: BJP, TMC