#মিনাখাঁ:বসিরহাটের বিজেপি নেতা বাবু মাস্টারের উপরে হামলার অভিযোগ উঠল ৷ এ দিন কলকাতায় দলের বৈঠকে যোগ দিয়ে বসিরহাটের দিকে ফিরছিলেন বাবু মাস্টার৷ সেই সময় বাসন্তী রোডের উপরে মিনাখাঁর কাছে লাউহাটিতে তাঁর গাড়ি আটকে ১৮ থেকে ২০ জন দুষ্কৃতী বোমাবাজি করে বলে অভিযোগ৷ গুরুতর আহত অবস্থায় বাবু মাস্টারকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
জানা গিয়েছে, বাসন্তী রোড ধরে যাওয়ার সময় লাউহাটি পুলিশ ফাঁড়ির কাছেগতি একটু কম হওয়ার সুযোগে প্রথমে বাবু মাস্টারের গাড়ি ঘিরে ধরে হামলাকারীরা৷ অভিযোগ, এর পরই গাড়ি লক্ষ্য করে বোমাবাজি শুরু হয়৷ বাবু মাস্টার এবং তাঁর গাড়ির চালককে মারধরও করা হয় বলে অভিযোগ৷ এমন কি, বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলেও অভিযোগ৷ কোনওমতে গাড়ি নিয়ে কাছেই লাউহাটি পুলিশ ফাঁড়িতে পৌঁছন বিজেপি নেতার গাড়ির চালক৷ সেখান থেকেই তাঁদের কলকাতার হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়৷ বাবু মাস্টারের শরীরে বোমার স্পিলন্টার ঢুকে গিয়েছে বলে খবর৷ ই এম বাইপাসের ধারে একটি নামী বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে৷ বাবু মাস্টারের গাড়ির চালকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷
Earlier this evening, visited my friend Babu Master in the Hospital. He was mercilessly attacked by criminal elements from the @AITCofficial; I am sure you have already seen the pictures from the dastardly attack. Stay strong! This only reflects the desperation of @AITCofficial. pic.twitter.com/HyJS32DEvh
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) February 13, 2021
বসিরহাটের দাপুটে তৃণমূল নেতা বাবু মাস্টার ওরফে ফিরোজ কামাল গাজি গত ডিসেম্বর মাসে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন৷ তিনি উত্তর চব্বিশ পরগণা জেলা পরিষদের কর্মাধ্যক্ষও ছিলেন৷ তার দু' মাসের মধ্যেই তাঁর উপরে হামলার ঘটনা ঘটল৷ বিজেপি নেতৃত্বের অভিযোগ, দল বদলের পর থেকেই হামলার আশঙ্কা করছিলেন বাবু মাস্টার৷ স্বভাবতই এই ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলছে বিজেপি৷ তবে হাসপাতালের তরফে জানা গিয়েছে, বাবু মাস্টারের শরীরে বুলেটের আঘাতের কোনও চিহ্ন নেই৷ তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে৷
তৃণমূল কংগ্রেসের উত্তর চব্বিশ পরগণা জেলা সভাপতি এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, 'বাবু মাস্টারের অতীত ভয়ঙ্কর ছিল৷ সেটা জেনেই আমরা তাঁকে দলে নিয়েছিলাম৷ এক সময় সিপিএম নেতা এবং প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের শাগরেদ ছিল বাবু মাস্টার৷ ওর প্রচুর শত্রু৷ এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই৷ তবে আমার মনে হয় আজকের ঘটনা আদি-নব্য বিজেপি-র লড়াই৷'
Anupam Sahaনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP