#সবং: দলীয় কর্মীর মৃত্যুর সি বি আই তদন্তের দাবি আগেই তুলেছিলেন বিজেপি নেতৃত্ব, একই দাবি করলেন মৃত যুবকের পরিবারও! গতকাল পশ্চিম মেদিনীপুরে ময়না তদন্তের পর মাঝ রাতেই মৃতদেহ আনা হয় পুর্ব মেদিনীপুরের ময়নায় তাঁর নিজের গ্রামে। রাতারাতিই দাহ করা হয় মৃত বিজেপি কর্মীর দেহ।
পূর্ব মেদিনীপুরের ময়না বাজার হয়ে বাকচা ৮ নম্বর অঞ্চল খিদিরপুর এলাকায় রাতে আনা হয় পশ্চিম মেদিনীপুরের সবং এ খুন হওয়া দীপক মন্ডলের মৃতদেহ। মৃতদেহ নিয়ে মিছিল করেই এদিন বিজেপি কর্মী সমর্থকরা আসেন ময়নায়। বিজেপি কর্মীরা বাইক মিছিল করেই দেহ নিয়ে আসে। রাতে গোটা এলাকায় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।
স্থানীয় বিজেপি নেতৃত্ব সহ কয়েকশো বিজেপি কর্মী এলাকায় ভিড় জমান। বিজেপি নেতা-কর্মীদের মতোই মৃতের পরিবারও এই ঘটনার সিবিআই তদন্ত চেয়েছেন। রাতেই দীপক মন্ডলের বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে আসেন বিজেপির রাজ্য ও জেলা নেতৃত্বরা।
SUJIT BHOWMIK
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP