হোম /খবর /দেশ /
ভোটের মুখে পূর্ব বর্ধমানে বাড়ি বাড়ি ঘুরে বাসিন্দাদের পরামর্শ সংগ্রহ করছে বিজেপি

ভোটের মুখে পূর্ব বর্ধমানে বাড়ি বাড়ি ঘুরে বাসিন্দাদের পরামর্শ সংগ্রহ করছে বিজেপি

পূর্ব বর্ধমানে বাড়ি বাড়ি ঘুরে বিজেপির সমীক্ষা।

পূর্ব বর্ধমানে বাড়ি বাড়ি ঘুরে বিজেপির সমীক্ষা।

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বক্তব্য, এ রাজ্যে বিজেপির ক্ষমতায় আসা দিবাস্বপ্ন ছাড়া আর কিছু নয়।

  • Share this:

#পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলায় বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের পরামর্শ সংগ্রহ শুরু করল বিজেপি। নতুন সরকারের কোন কোন বিষয়ে অগ্রাধিকার দেওয়া উচিত, বর্তমানে কী সমস্যার মধ্যে রয়েছেন বাসিন্দারা সেসব লিখিত আকারে জানতে চাওয়া হচ্ছে বাসিন্দাদের কাছ থেকে। সেই সব পরামর্শ, সমস্যার কথা সংগ্রহ করা হচ্ছে ড্রপবক্সে। স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, এ রাজ্যে বিজেপির ক্ষমতায় আসা এখন শুধু সময়ের অপেক্ষা। ক্ষমতায় এসে জনগণের পরামর্শকে অগ্রাধিকার দেওয়া হবে। তাদের পরামর্শ মেনেই সরকার যাবতীয় কাজকর্ম করবে। তাই বাসিন্দাদের কাছ থেকে পরামর্শ সংগ্রহ করা হচ্ছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বক্তব্য, এ রাজ্যে বিজেপির ক্ষমতায় আসা দিবাস্বপ্ন ছাড়া আর কিছু নয়। মানুষকে প্রভাবিত করতে নির্বাচনের আগেই ধরনের নাটক করছে বিজেপি। এই এলাকার বাসিন্দারা তাদের ফাঁদে পা দেবেন না।

রবিবার বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালালেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। শাসকদলের প্রার্থীদের কেউ কেউ প্রচারের ফাঁকে কর্মীসভা করেছেন। ঠিক তখন বিজেপি কর্মীদের বাক্স হাতে বাড়ি বাড়ি ঘুরতে দেখা গেল। গেরুয়া রঙের সেই বাক্সের গায়ে রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার ছবি। রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছবি। বাক্সের গায়ে লেখা- লক্ষ্য সোনার বাংলা।

সেই বাক্স নিয়েই পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা বিস্তীর্ণ এলাকায় বাড়ি বাড়ি ঘুরতে দেখা গেল বিজেপি নেতা কর্মীদের। বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের কাছে আগ্রহের সঙ্গে সমস্যার কথা জানতে চাইছেন বিজেপি নেতা কর্মীরা। এ রাজ্যের ক্ষমতায় যে সরকার আসবে তাদের কোন কাজে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত সে ব্যাপারে পরামর্শ চাইছেন তারা। লিখিত সেসব পরামর্শ জমা করা হচ্ছে ড্রপবক্সে। বিজেপি নেতা কর্মীরা সমস্যার কথা জানতে চাওয়ায় খুশি বাসিন্দাদের অনেকেই। তাঁরা বলছেন, রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভোটের আগে বাড়ি বাড়ি এসেছেন। হাতজোড় করে ভোট ভিক্ষা করেছেন। কিন্তু তাদের কোনও সমস্যা আছে কিনা বা আগামী দিন কোন বিষয়ে জোর দেওয়া উচিত সে সব ব্যাপারে কোনও রাজনৈতিক দল জানতে চাইনি। এবারই প্রথম কোনও রাজনৈতিক দলকে এভাবে মতামত চাইতে দেখা গেল। বর্তমানে কোন সমস্যার মধ্যে দিয়ে কী ভাবে রয়েছেন বাসিন্দারা তা বাড়ি বাড়ি গিয়ে শুনলেন বিজেপির নেতাকর্মীরা।

বিজেপি স্থানীয় নেতারা বলছেন, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এ রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। এ রাজ্যের বাসিন্দাদের পরামর্শ নিয়েই সোনার বাংলায় গড়া হবে। সেজন্যই বাসিন্দাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হচ্ছে। অন্য দিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বক্তব্য, ভোটের আগে পরামর্শ চেয়ে আসলে নাটক করছে বিজেপি। এর আগেও তারা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট বৈতরণী পার হতে চেয়েছে। এলাকার বাসিন্দারা বিজেপির স্বরূপ জেনে গিয়েছে। তাই তাদের সেই উদ্দেশ্য সফল হবে না।

Published by:Arka Deb
First published:

Tags: BJP, West Bengal Election 2021