#বর্ধমান: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বর্ধমানে মাস্ক বিলি করল বিজেপি। সোমবার বর্ধমানের বীরহাটা উৎসব ময়দানের পাশে বস্তি এলাকায় মাস্ক বিলির পাশাপাশি করোনা ঠেকাতে সচেতনতামূলক প্রচার চালায় তারা। গতকালই এই শহরে মাস্ক বিলি করেছিল নীলপুরের ক্লাব ও নাগরিকদের সমন্বয় কমিটি। শহরজুড়ে এমনিতেই মাস্কের আকাল চলছে। রাজনৈতিক দলগুলি একসঙ্গে এভাবে এগিয়ে এলে করোনা মোকাবিলা অনেকটাই সহজ হবে বলে মত বাসিন্দাদের।
রবিবার দলের প্রবীন নেতাদের মাস্ক পরিয়ে দিয়েছিল তৃণমূল। করোনা ঠেকাতে এবার পথে নামল বিজেপিও। সোমবার বর্ধমান শহরে মাস্ক বিলি করে বিজেপির যুব মোর্চা। এদিন শহরের পারবীরহাটা এলাকার কোড়াপাড়ায় গিয়ে সংগঠনের নেতা কর্মীরা মাস্ক বিতরণ করেন। কচিকাঁচা থেকে বয়স্ক সকলকেই নিজের হাতে মাস্ক পরিয়ে দিয়েছেন তাঁরা। এদিনের কর্মসূচিতে যুব মোর্চার নেতা শুভম নিয়োগী, বিজেপি নেতা শ্যামল রায় সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজেপি যুব মোর্চার নেতা শুভম নিয়োগী বলেন, বস্তির বাসিন্দাদের অনেকেই করোনা সম্পর্কে সচেতন নন। তাই তাদের মাস্ক পরিয়ে কাজ শুরু করলাম আমরা। শহর জুড়েই মাস্ক বিলি ও সচেতন করার কাজ চলবে।
বিজেপি নেতা শ্যামল রায় জানান, ' করোনা রুখতে মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বাজারেও চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে। বেশি দাম দিয়ে অনেকেরই কেনা সম্ভব হচ্ছে না। তাদের জন্যই আমারদের এই কর্মসূচি।' বিজেপির দাবি, 'আপাতত মোট ১২ হাজার মাস্ক বর্ধমান শহরজুড়ে বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।'
এদিকে শহর জুড়ে মাস্কের আকাল দেখা দেখা দিয়েছে। দেশে আক্রান্ত যত বাড়ছে ততই বাড়ছে মাস্কের চাহিদা। এন নাইটি ফাইভ মাস্ক অমিল শহরজুড়ে। সাধারণ মাস্কই চড়া দামে বিক্রি হচ্ছে। তা কিনেই মুখ ঢাকছেন বাসিন্দারা। অনেকে মাস্কের অভাবে মুখে রুমাল বেঁধে রাস্তায় নামছেন। প্রশাসনিক উদ্যোগে মাস্ক বিলির দাবিও তোলা হয়েছে। মাস্কের কালোবাজারি হলে অভিযান চালানো হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
Saradindu Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।