নন্দীগ্রাম- খেজুরি শুভেন্দুর গড় বলেই পরিচিত৷ নন্দীগ্রাম আন্দোলনের মুখ ছিলেন শুভেন্দু৷ শুভেন্দুর তৃণমূল ত্যাগ এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ আবার শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপি-তে যাবেন, এই সম্ভাবনাও প্রবল৷ যাই হোক না কেন, তৃণমূলের সঙ্গে শুভেন্দুর দূরত্ব বাড়লে তাঁর খাসতালুক হিসেবে পরিচিত খেজুরি, নন্দীগ্রামে অনেকটাই সুবিধে হবে বিজেপি-র৷ আর শেষ পর্যন্ত শুভেন্দু যদি পদ্ম শিবিরেই নাম লেখান, তাহলে তো কথাই নেই৷ এই আন্দদেই শুক্রবার রাতে বাইক মিছিল করার পাশাপাশি বাজি ফাটান খেজুরির বিজেপি সমর্থকরা৷
তবে একই সঙ্গে খেজুরিতে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগও উঠেছে বিজেপি-র বিরুদ্ধে৷ গত ২৪ নভেম্বর এই খেজুরিতেই মিছিল করেছিলেন শুভেন্দু৷ তাঁর খাসতালুক খেজুরিতেই তৃণমূলেক দলীয় কার্যালয় ভাঙচুর হওয়ায় রীিতমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেন তৃণমূলের নেতা কর্মীরা৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি৷
'নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Suvendu Adhikari, TMC