#হাওড়া: প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর জানিয়েছিলেন তিনি ভোটে লড়তে চান না৷ প্রার্থীর এমন সিদ্ধান্তে বেজায় অস্বস্তিতে পড়ে গিয়ে তৎপর হন বিজেপি নেতারা৷ শেষ পর্যন্ত কয়েক ঘণ্টার মধ্যেই হাওড়া দক্ষিণের বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত সিদ্ধান্ত বদল করে জানিয়ে দিলেন তিনি ভোটে লড়ছেন৷
প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর রন্তিদেব সেনগুপ্ত জানিয়েছিলেন, নির্বাচনে না লড়ে তিনি আপাতত দলের হয়ে প্রচারই করতে চান৷ বিজেপি সূত্রের খবর, দল তাঁকে না জানিয়ে প্রার্থী করাতেই নাকি মনক্ষুন্ন হয়েছিলেন রন্তিদেব৷ তিনি চেয়েছিলেন, কোন কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হবে সে বিষয়ে তাঁর মতামতও নিক দল৷ পরে দলের নেতারা তাঁর সঙ্গে কথা বলার পরই সিদ্ধান্ত বদলান রন্তিদেব৷ ভোটে তিনি লড়ছেন জানার পর স্বস্তি পান বিজেপি নেতারাও৷
এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি হাওড়া কেন্দ্র থেকে বিজেপি-র হয়ে লড়েছিলেন৷ সেবার অবশ্য তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁকে হারতে হয়েছিল৷ প্রার্থী হওয়া নিয়ে প্রাথমিক টানাপোড়েন কাটিয়ে এবার রন্তিদেব জয়ের মুখ দেখেন কি না, সেটাই এখন দেখার৷
Debashish Chakraborty
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।