#কৃষ্ণনগর: বহুদিন পরে নির্বাচনে লড়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়। কৃষ্ণনগর উত্তর থেকে জিতে গেলেন অভিজ্ঞ রাজনীতিবিদ। তাঁর বিরুদ্ধে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। তারকা প্রার্থীকে ৩০ হাজার ভোটে হারালেন মুকুল।
এই কেন্দ্র নিয়ে প্রথম থেকেই তুমুল উত্তেজনা ছিল মানুষের মধ্যে। একদিকে তৃণমূল এই কেন্দ্রে দাঁড় করিয়েছিলেন তারকা প্রার্থীকে। আর তার কিছুদিন পরেই বিজেপি এই কেন্দ্রের জন্য ঘোষণা করেন মুকুল রায়ের নাম। বহুদিন পরে বিধানসভা নির্বাচনে লড়লেন তিনি এবং জয়ী হলেন। সকাল থেকেই এই কেন্দ্রে দুই প্রার্থীর মধ্যে চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু একটা সময়ের পরে এগিয়ে যান মুকুল রায়।
এবারের নির্বাচনে বড় ভূমিকা পালন করছিলেন তারকা প্রার্থীরা। তৃণমূল ও বিজেপি দুই শিবিরেই ছিলেন বিনোদন জগতের একাধিক তারকারা। তৃণমূলের তারকা প্রার্থীদের মধ্যে ইতিমধ্যেই জয়ী হয়েছেন বারাসাত থেকে চিরঞ্জিত চক্রবর্তী। তিনি এবারের ভোটে টিকিট পাবেন কি না তা নিয়ে প্রথম থেকেই জল্পনা ছিল। কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। হাওড়ায় ক্রিকেট তারকা তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারিও জয়ী হয়েছেন।
বিস্তারিত আসছে......
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।