• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • দিঘায় প্রবল ঝড়ে ভাঙল বিশ্ববাংলা লোগো

দিঘায় প্রবল ঝড়ে ভাঙল বিশ্ববাংলা লোগো

Photo : News 18 Bangla

Photo : News 18 Bangla

রবিবার সকাল থেকে সেভাবেই প্রবল ঝড়-বৃষ্টি আছড়ে পড়ল দিঘার সমুদ্রতটে ৷ এদিন দুপুরের দিকে ওড়িশার বাসিন্দা সেক মনসুর মোটরবাইকে চড়ে দিঘা থেকে বাড়ি ফিরছিলেন ।

 • Share this:

  #দিঘা: পূর্বাভাস ছিলই ৷ রবিবার সকাল থেকে সেভাবেই প্রবল ঝড়-বৃষ্টি আছড়ে পড়ল দিঘার সমুদ্রতটে ৷ এদিন দুপুরের দিকে ওড়িশার বাসিন্দা সেক মনসুর মোটরবাইকে চড়ে দিঘা থেকে বাড়ি ফিরছিলেন । দিঘার সায়েন্স সিটির কাছে একটি গাছ ওই যুবকের মাথার ওপরে ভেঙে পড়ে। যার জেরে আহত হয়েছেন তিনি । তাঁর বাইকটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দিঘা হাসপাতালে চিকিৎসা চলছে তার । অন্যদিকে ওল্ড দিঘায় বিশ্ববাংলা পার্কের মধ্যে থাকা বিশ্ববাংলা লোগোটিও ভেঙে পড়েছে। গত কয়েক বছরে এই লোগোটি দিঘার আইকন হয়ে উঠেছিল। পর্যটকদের কাছে ছিল প্রধান আকর্ষণের বিষয়বস্তু ৷

  উত্তাল সমুদ্র ৷ Photo : News 18 Bangla উত্তাল সমুদ্র ৷ Photo : News 18 Bangla এভাবেই ভেঙে পড়ল বিশ্ববাংলা লোগেটি ৷ Photo : News 18 Bangla এভাবেই ভেঙে পড়ল বিশ্ববাংলা লোগেটি ৷ Photo : News 18 Bangla

  আরও পড়ুন সমস্যা সমাধানের ইঙ্গিত, মেডিকেল কলেজের নতুন হোস্টেলেই ঠাঁই হবে পুরনো ছাত্রদের

  এদিন ঝড়ো হাওয়ার দাপটে ওল্ড দিঘার সমূদ্রে কোনও পর্যটককে নামতে দেওয়া হয়নি। তবে নিউ দিঘার ঘাটগুলোতে সমূদ্রে স্নান করতে যাওয়া পর্যটকদের ওপর কড়া নজরদারি ছিল । প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এদিন সকাল থেকে ভাটা থাকায় পরিস্থিতি বিপজ্জনক হয়নি। তবে বিকেল সাড়ে ৩টের পর থেকে জোয়ার শুরু হয়েছে । তাই বিকেলের পর সমুদ্র যথেষ্ট বিপজ্জনক হয়ে উঠেছে বলেই জানানো হয়েছে, তাই বেড়েছে সতর্কতাও।

  First published: