#বীরভূম: পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশ মেনে অন্য রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজে বহাল করা হলো বীরভূমে। মুখমন্ত্রীর নির্দেশকে মান্যতা দিয়েই বীরভূম জেলা পরিষদ ও জেলা প্রশাসন আরও পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজে বহাল করতে চলেছেন|
প্রসঙ্গত বীরভূম জেলায় প্রায় ১ লক্ষ ২০ হাজার শ্রমিক এই ১০০ দিনের কাজে বহাল আছেন, তাদের মধ্যে আছেন বেশ কিছু পরিযায়ী শ্রমিক যারা কোয়ারেন্টাইন পিরিয়ড পার করে সমস্ত স্বাস্থ্য বিধি মেনে এই কাজে যোগ দিয়েছেন।
বিগত কয়েকদিন আগেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে বাইরের রাজ্যে থাকা সমস্ত শ্রমিককে নিজের রাজ্যে ফেরাতে হবে | সময় ও বেঁধে দেওয়া হয়েছে তার জন্য | সেই কারণেই বাইরের রাজ্যে থাকা সমস্ত শ্রমিকরাই বীরভূম তথা পশ্চিমবঙ্গে ফিরতে চলেছেন শীঘ্রই | তাদেরকেও কোয়ারেন্টাইন এ রাখার এবং লালারস পরীক্ষার পর তাদেরকেও এই কাজে বহালকরা হবে | তবে তাদের ইচ্ছা থাকাটাও জরুরী |
যাদের জব কার্ড নেই তাদের জব কার্ড ও দেওয়া হবে, মুখমন্ত্রীর নির্দেশানুযায়ী | সেই বিষয়ে অবগত করা হয়েছে বিডিও এসডিও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে। বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিত সিংহ জানিয়েছেন বীরভূমে যে পরিমাণ পরিযায়ী শ্রমিক ঢুকেছে সমস্ত শ্রমিকদেরই ধাপে ধাপে ১০০ দিনের কাজে লাগানো হবে যাতে তাদের হাতে এই ১০০ দিনের কাজের মাধ্যমে টাকা আসে যাতে সংসার চালাতে তাদের অসুবিধা না হয়।
Supratim Das
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birbhum, Corona, Corona outbreak, Corona state lock down, Coronavirus, Covid ১৯, Migrant Worker