#বীরভূম: লাঠিই নাকি পুলিশের পরিচয় এই ছবিই দেখেআসতো সবাই। সেখানে জীবনের বড়ো পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে পুলিশের হাতে গোলাপফুল দেখে চমকে উঠলেন অনেক ছাত্র ছাত্রীরা।ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে।
রামপুরহাট থানার আই সি স্বপন ভৌমিক রামপুরহাট শহরের সমস্ত স্কুলের ছাত্র ছাত্রীদের বিশেষ শুভেচ্ছা জানাচ্ছেন ও প্রশাসন সবরকম সাহায্যের জন্য তাদের পশে আছে ও সবাই কে একটি করে গোলাপফুল দিচ্ছেন। পুলিশের এই অভিনব উদ্যোগ দেখে ছাত্র ছাত্রীরা খুব খুশি এক ছাত্রী জানান জীবনের বড় পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে পুলিশের হাতে গোলাপফুল দেখে সত্যি তারা অবাক হয়েগেছিল৷ ছোটবেলা থেকেই পুলিশকে খুব ভয় লাগত তবে আজকে যা দেখলাম পুলিশকে আর ভয় পাবও না। রামপুরহাট থানার আই সি স্বপন ভৌমিক জানান ছাত্রছাত্রীদের ভয় কাটানো ও ওদের বিশেষ শুভেচ্ছা জানাতে ও ছাত্রছাত্রীদের পাশে প্রশাসন আছে সেই বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছেন বীরভূম জেলা পুলিশ।