#বীরভূম: লাঠি-বন্দুক ছেড়ে এবার করোনা সচেতনতায় রং-তুলি বেছে নিল পুলিশ। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি হয়েছে ২১ দিনের লকডাউন। লকডাউন চলাকালীন আমজনতাকে বাড়ির মধ্যে থাকার নির্দেশ দিয়েছে সরকার। লকডাউন সফল করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্র, রাজ্য সরকার, দিনরাত এক করে লড়াই করে চলেছেন প্রতিটি জেলার পুলিশকর্মীরা। বসে নেই বীরভূম পুলিশও। কখনও ধমক, কখনও পরামর্শ দিয়ে, আবার কখনও বা গান গেয়ে মানুষকে বোঝাচ্ছেন সামাজিক দূরত্ব পালন করতে, বিশেষ জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে পা না রাখতে।
বেশিরভাগ মানুষই মেনে চলছেন, লকডাউনের নিয়ম, কিন্তু এরমধ্যেও কিছু অবুঝ মানুষ লকডাউনের তোয়াক্কা না করে নেমে পড়ড়েচ রাস্তায়। এবার তাঁদের বোঝানোর জন্য, সকলের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দিতে অভিনব এক পথ বেছে নিল বীরভূমের শান্তিনিকেতন থানার পুলিশ কর্মীরা। কিছুদিন আগেই তাঁরা বাউল গানের মাধ্যমে করোনা সচেতনতার বার্তা দিয়েছিলেন। এবার ধরলেন রং-তুলি। সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা গড়তে শান্তিনিকেতনের রাস্তায় রাস্তায় আঁকালেন ছবি, ফুটে উঠল বিশ্বকে গ্রাস করতে চলা Covid-19 এর প্রতিচ্ছবি। ছবির মধ্যে ধরা পড়ল পৃথিবী এখন কোন পরিস্থিতিতে রয়েছে। বলা হল, মারণ ভাইরাস থেকে রক্ষা পাবেন একমাত্র বাড়িতে থেকে।
Supratim Das
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।