বীরভূম: নাগাল্যান্ড থেকে দুর্গাপুর পাচারের সময় বীরভূমের সাঁইথিয়া থেকে উদ্ধার ৬১৫ কেজি গাঁজা । গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গাঁজা পাচারের সময় চারজনকে গ্রেফতার করল বীরভূম পুলিশের বিশেষ টিম । উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা ।
ফের দারুন সাফল্য বীরভূম জেলা পুলিশের। কোথাও বাইক চুরি , কোথাও আগেয়াস্ত্রর ব্যবসা আবার কোথাও কয়লা পাচার রুখতে তৎপর বীরভূম জেলা পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে সাঁইথিয়ার চারতলা মোড় থেকে ৬১৫ কেজি গাঁজা উদ্ধার করল বীরভূম জেলা পুলিশ। বেশ কয়েকদিন ধরেই পুলিশ নজর রাখছিল এই গাঁজা পাচার চক্রের উপর । গতকাল বীরভূম জেলা পুলিশের কাছে খবর আসে, একটি ট্রাকে করে গাঁজা পাচার হচ্ছে। তারপরই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৬১৫ কেজি গাঁজা উদ্ধার করে সাঁইথিয়া থানার পুলিশ । এই সমস্ত গাঁজা ২০ টি ব্যাগে সিল করা ছিল, যার আনুমানিক মূল্য ৮০ লক্ষ টাকা । গ্রেফতার করা হয় গাঁজা পাচারের সঙ্গে যুক্ত চারজন ব্যক্তিকে । গ্রেফতার হওয়া ব্যাক্তিদের মধ্যে দুজন পঞ্জাবের , একজন অসমের এবং একজন বীরভূমের বাসিন্দা । ধৃতরা হলেন চাঁদান দ্বীপ সিং , গুরবিন্দ সিং , আশিকুল ইসলাম ও শেখ তামিজউদ্দিন । জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান , " প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গোটা জেলা জুড়ে চলছে নাকা চেকিং । আমাদের কাছে আগে থেকেই খবর ছিল এই গাঁজা পাচারের । পাচারকারীদের উপর আগে থেকেই নজর রাখছিল জেলা পুলিশের টিম ।''
গোপন সূত্রে খবর পেয়ে সাঁইথিয়া থানার পুলিশ আটক করে গাঁজা ভর্তি টাটা আল্ট্রা গাড়ি, গাড়ি সংখ্যা PB11/CS3502 । গাড়ির গোপন জায়গায় রাখা ছিল গাঁজাগুলি, তার উপরে ঢাকা দেওয়া ছিল কার্টুন দিয়ে । ইতিমধ্যেই বীরভূমের সাঁইথিয়া থানার পুলিশ এই ঘটনায় মামলা শুরু করেছে , যার কেস নম্বর - Sainthia PS Case No-20/23 dated-26.01.23 ,U/S-20(b)(1)(C)/25 /29 NDPSAct 1985 ,
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birbhum